উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সংসদের বাদল অধিবেশন শুরুর আগে শনিবার সর্বভারতীয় স্তরে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ ভার্চুয়াল বৈঠক (INDIA bloc assembly) করবে। সেই বৈঠকে তৃণমূলের (TMC) তরফে যোগ দেবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার সন্ধ্যায় তৃণমূলের তরফে আনুষ্ঠানিকভাবে অভিষেকের নাম জানানো হয়েছে। সূত্রের খবর, বৈঠকে থাকছে না আম আদমি পার্টি (আপ) (AAP)। এদিকে ‘ইন্ডিয়া’ জোট এবার তৃণমূল, সমাজবাদী পার্টির মতো আঞ্চলিক শরিকদের ধরে রাখতেই মরিয়া।
এদিন সন্ধ্যা ৭টায় বৈঠক শুরু হবে। আরজেডি নেতা তেজস্বী যাদব, ডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, শিবসেনা (ইউবিটি) নেতা উদ্ধব ঠাকরেরা ইতিমধ্যেই জানিয়েছেন, এদিনের ‘ইন্ডিয়া’র বৈঠকে তাঁরা যোগ দেবেন।
বাদল অধিবেশনের আগে এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ। সূত্রের খবর, এদিন একাধিক বিষয় ‘ইন্ডিয়া’র বৈঠকে আলোচনা হওয়ার কথা। পাশাপাশি বিহারে বিধানসভা নির্বাচনের আগে কমিশন যে বিশেষ সমীক্ষা করছে, তা নিয়েও আলোচনা হতে পারে। এছাড়া পহেলগাঁওয়ে জঙ্গি হামলার তদন্তে অগ্রগতির অভাব এবং চিন নিয়ে অবস্থান নিয়েও সরকারের জবাবদিহি চাইতে পারে বিরোধীরা। এদিকে ২০২৪ সালের লোকসভা ভোটের পর এই প্রথম ‘ইন্ডিয়া’র সভায় থাকছেন তৃণমূলের কোনও প্রতিনিধি। ফলে রাজনৈতিক মহলে কৌতূহল, তবে কি সর্বভারতীয় রাজনীতিতে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের ‘দূরত্ব’ মিটল?।