উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত ও বাংলাদেশ (India-Bangladesh) তাদের সীমান্তরক্ষী বাহিনীর ডেপুটি কমান্ডারদের মধ্যে একটি নতুন যোগাযোগ সংযোগ স্থাপনের উদ্দেশ্যে ‘হটলাইন’ চালুর সিদ্ধান্ত নিয়েছে। ভারত-বাংলাদেশ ডিজি স্তরের আলোচনার পর এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
সূত্রের খবর, এই নতুন যোগাযোগ ব্যবস্থা কলকাতায় অবস্থিত বিএসএফ পূর্বাঞ্চলীয় কমান্ডের অতিরিক্ত এডিজি এবং ঢাকায় বিজিবি সদর দপ্তরে নিযুক্ত আধিকারিকের মধ্যে কার্যকর হবে। পাশাপাশি, তাদের ভাগ করা সীমান্তে বেড়া নির্মাণের জন্য প্রায় ৯৯টি জায়গা চিহ্নিত করা হয়েছে।
প্রসঙ্গত, বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) (BSF-BGB) উচ্চস্তরের বৈঠক বৃহস্পতিবার শেষ হয়েছে দিল্লিতে (New Delhi)। বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে।