INDIA | মমতার প্রস্তাবে সায়, আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করবে ইন্ডিয়া!

INDIA | মমতার প্রস্তাবে সায়, আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করবে ইন্ডিয়া!

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তৃণমূলের (TMC) দেখানো পথে হাঁটতে চলেছে ইন্ডিয়া (INDIA) জোট! এবার নির্বাচন কমিশনের অফিস (Election Fee Workplace) ঘেরাও এবং অবস্থান বিক্ষোভের পরিকল্পনা রয়েছে তাদের।

স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) (SIR) নিয়ে প্রথম থেকেই সুর চড়িয়েছে বিরোধীরা। বৃহস্পতিবার ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতাদের বৈঠকে রাহুল গান্ধির উপস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব পেশ করেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। জানা গিয়েছে, প্রস্তাব গ্রহণ করেছেন ইন্ডিয়া জোটের নেতারা। কমিশন ঘেরাও কর্মসূচিতে শামিল হবেন ইন্ডিয়া জোটের সাংসদরা। আগামী সপ্তাহের বুধবার বা বৃহস্পতিবার এই ঘেরাও কর্মসূচি হতে পারে বলে জানা গিয়েছে।

গতকালই সংসদে এসআইআর নিয়ে সুর চড়িয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেছিলেন, ‘এসআইআর আসলে সাইলেন্ট ইনভিসিবল রিগিং’। আর এবার মমতার প্রস্তাবে সায় দিয়ে নির্বাচন কমিশনের অফিস ঘেরাওয়ের পরিকল্পনা করছে ইন্ডিয়া জোট।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *