উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রেড রোডে ৭৯ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। আর এখান থেকেই তিনি দৃপ্ত কন্ঠে জানান যে, দেশবাসীর সম্মান রক্ষায় তিনি সবসময় তাঁর লড়াই চালিয়ে যাবেন। এর পাশাপাশি বেশ কিছু পুলিশ কর্মীদের হাতে এদিন পদকও তুলে দেন তিনি। এরই সঙ্গে রেড রোডে শুরু হয়ে যায় স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ। এরপরেই রেড রোডে ধরে এগিয়ে যায় পর্যটন দপ্তরের আয়োজিত বর্নাঢ্য ট্যাবলো। এরপরে রাজ্য সরকারের আরও বেশ কিছু দপ্তরের ট্যাবলো প্রদর্শিত হয়। স্বাধীনতা দিবসের এই সকালে রীতিমত উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে গোটা রেড রোড এলাকা জুড়ে।