উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে (Independence Day) যোগ দিয়ে অসুস্থ প্রায় ৩৫ জন পড়ুয়া। তড়িঘড়ি তাদের ভর্তি করা হল এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital)। পড়ুয়াদের দেখতে হাসপাতালে ছুটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। শুক্রবার রেড রোডের ৭৯ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগদান করেছিল তারা। সেখানেই অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়ে পড়ুয়ারা।
পড়ুয়াদের শারীরিক অবস্থার খোঁজ নিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন এসএসকেএম হাসপাতালে। মুখ্যমন্ত্রীর সঙ্গে হাসপাতালে গিয়েছেন কলকাতার নগরপাল মনোজ ভর্মাও। তাদের দেখে এসে মুখ্যমন্ত্রী জানান, ‘ওদের সকালে যে টিফিন দেওয়া হয়েছিল, অনেকেই নিজের অনুষ্ঠানের কথা চিন্তা করে খায়নি। কেউ কেউ জল পর্যন্ত খায়নি। ফলে ডিহাইড্রেশন হয়ে গিয়েছে। আমি নিজে সকলের মাথায় হাত বুলিয়ে, আদর করে এলাম। এখন দু-একজন বাদে সবাই সুস্থ রয়েছে।’
চিকিৎসকদের প্রাথমিকভাবে অনুমান, ‘তীব্র রোদের কারণে এই অবস্থা হয়েছে তাদের। এইপডু়য়ারাই যোগ দিয়েছিল রেড রোডে আয়োজিত বিদ্যালয় শিক্ষা বিভাগের পদযাত্রায়। আবহাওয়ার কারণেই তারা দুর্বল হয়ে পড়ে তাদের। এখন স্থিতিশীল।’