উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বুমরাহ ও সিরাজের বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারল না ওয়েস্ট ইন্ডিজ ব্রিগেড। ১৬২ রানে শেষ হয়ে গেল ক্যারিবিয়নদের প্রথম ইনিংস। বৃহস্পতিবার থেকে আহমেদাবাদে শুরু হয়েছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। ঘরের মাঠে এই প্রথমবার ভারতের নেতৃত্ব দিচ্ছেন শুভমান গিল। এদিন শুরু থেকেই একের পর এক উইকেটের পতন হয় ওয়েস্ট ইন্ডিজের। মধ্যাহ্নভোজের আগেই ৫ উইকেট হারিয়ে ফেলে রস্টন চেজরা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি সাইকেলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত সিরিজ খেলবে ঘরের মাঠে। প্রথমবার ঘরের মাঠে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। প্রথম একাদশে রাখা হয়েছে জসপ্রীত বুমরাহকে। রয়েছেন কুলদীপ যাদবও। এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ন অধিনায়ক রস্টন চেজ। এদিন ব্যাট করতে নেমে ১২ রানেই পতন হয় ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেট। সিরাজের বলে জুরেলের হাতে ক্যাচ দিলেন ত্যাগনারায়ন চন্দ্রপল। ২০ রানের মাথায় ২ উইকেট হারায় ক্যারিবিয়নরা। বুমরাহের বল ক্যাম্পবেলের ব্যাট ছুঁয়ে জুরেলের হাতে গিয়েছিল। আম্পায়ার আউট দেননি। বুমরাহ এবং কিপারের সঙ্গে পরামর্শের পর হাসতে হাসতে ডিআরএস নেন শুভমন। ক্যাম্পবেলকে আউট আউট দেন তৃতীয় আম্পায়ার। অফস্টাম্পের বাইরে থাকা সিরাজের বলে বোল্ড হন কিং। কিং ফিরলেন ১৩ রানে। ৩৯ রানে ওয়েস্ট ইন্ডিজ হারায় ৩ উইকেট। দলের ৪২ রানের মাথায় সিরাজের বলে আউট হন অ্যাথানেজ। স্লিপে বল তালুবন্দি করেন রাহুল। এবার ক্যারিবিয়নদের পঞ্চম উইকেট তুলে নেন কুলদীপ যাদব। ঘূর্ণি বুঝতেই পারেননি হোপ। বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন এই ব্যাটার। মধ্যাহ্নভোজের আগেই ওয়েস্ট ইন্ডিজের অর্ধেক ব্যাটারেরা সাজঘরে। দলের রান ৯০/৫।
মধ্যাহ্নভোজের পর ব্যাট করতে নেমেও ভারতের বোলারদের বিরুদ্ধে সুবিধা করতে পারলেন না ক্যারিবিয়ন ব্যাটাররা। দলের ১০৯ রানের মাথায় সিরাজের বলে উইকেটকিপার জুরেলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান চেজ। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন গ্রিভস ও পিয়েরে। ওয়াশিংটনের বল সামনে এগিয়ে খেলতে গিয়ে আউট হলেন পিয়েরে। ইয়র্কারে গ্রিভসকে ফেরালেন বুমরাহ। ১৫০ রানে ৮ উইকেটের পতন হয় ওয়েস্ট ইন্ডিজের। এ বার জোহান লেনকে ফিরিয়ে দিলেন বুমরাহ। ইয়র্কার না হলেও বুমরাহের এই বলে তাঁর দুটি স্টাম্প ছিটকে যায়।