IND vs ENG | বৃষ্টির জেরে টেস্ট গড়াল পঞ্চম দিনে, ভারতের চাই ৪ উইকেট, ইংল্যান্ডের ৩৫ রান  

IND vs ENG | বৃষ্টির জেরে টেস্ট গড়াল পঞ্চম দিনে, ভারতের চাই ৪ উইকেট, ইংল্যান্ডের ৩৫ রান  

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অবশেষে পঞ্চম দিনেই গড়াল ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচ। বৃষ্টির জন্য দিনের শেষ দেড় ঘণ্টার খেলা আর হল না আজ। ফলে ম্যাচের ফলাফলের জন্য অপেক্ষা করতেই হবে সোমবারের। জয়ের জন্য ভারতের চাই ৪ উইকেট, ইংল্যান্ডের প্রয়োজন আরও ৩৫ রান।

ভারতের বিরুদ্ধে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৭৪ রান। ১ উইকেটে ৫০ রান হাতে নিয়ে চতুর্থ দিন ব্যাট করতে নামে ইংল্যান্ড। ওভাল টেস্ট জিততে ইংল্যান্ডের তখনও দরকার আরও ৩২৪ রান, হাতে আরও দুই দিন। ভারতের জিততে হলে প্রয়োজন ছিল ৮ উইকেট। এদিন দিনের শুরু থেকেই সিরাজের বল খেলতে সমস্যা হচ্ছিল দুই ব্যাটারের। তবে এদিন দিনের প্রথম উইকেট তুলে নেন প্রসিদ্ধ কৃষ্ণা। স্লিপে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়ে ৫৪ রানে আউট হন ডাকেট। ইংল্যান্ডের রান তখন ৮২। সিরাজের বলে ২৭ রানে আউট হলেন পোপ। ১০৬ রানে তৃতীয় উইকেট হারায় ইংল্যান্ড। আরও একটা উইকেট পেতে পারতেন প্রসিদ্ধ। তাঁর বলে পুল মারতে যান হ্যারি ব্রুক। বল ব্যাটের কানায় লেগে হাওয়ায় ওঠে। ফাইন লেগে সিরাজের হাতে ক্যাচ যায়। তিনি ক্যাচ ধরে শরীরের ভারসাম্য রাখতে না পেরে বাউন্ডারিতে পা দিয়ে দেন। ফলে আউট হননি ব্রুক। উলটে ৬ রান পান তিনি। ১৯ রানের মাথায় জীবন পাওয়ার পর আর আটকানো যায়নি ব্রুককে। জো রুটকে সঙ্গে নিয়ে ইংল্যান্ডকে জয়ের পথে অনেকটা এগিয়ে দেয় ব্রুকের এই ইনিংস। শেষ পর্যন্ত ১১১ রান করে আকাশদীপের বলে আউট হন ব্রুক। সেই সিরাজই ক্যাচ ধরলেন।

এরপর ১৩৭ বলে শতরান করেন জো রুট। তবে হাল ছাড়েনি ভারত। সিরাজ-প্রসিদ্ধ কৃষ্ণা চাপ বাড়িয়ে দেয় ইংল্যান্ডের ব্যাটারদের উপর। প্রসিদ্ধের বলে ৫ রান করে বোল্ড হন জেকব বেথেল। এবার চাপে পড়ে যায় ইংরেজরা। এরপর আউট হয়ে যান রুটও। জুরেলের হাতে ক্যাচ দিয়ে প্রসিদ্ধের বলে আউট হন রুট। এইমুহূর্তে অপরাজিত রয়েছেন ইংল্যান্ডের জেমি স্মিথ এবং জেমি ওভারটন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *