উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পাকিস্তানের নির্লজ্জ আক্রমণের জোরাল জবাব দিচ্ছে ভারত। ভারতের প্রত্যাঘাতে ক্রমশ কোনঠাসা হচ্ছে সন্ত্রাসের মদতদাতা পাকিস্তান। বৃহস্পতিবার রাত থেকেই পাকিস্তানের ওপরে জল, স্থল ও আকাশপথে একযোগে হামলা চালাচ্ছে ভারতীয় সেনা। অন্তত ১৬ টি পাক শহরে একযোগে চলে ভারতের অ্যাকশন। এ বার ভারতে হামলা চালাতে পারে জইশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তৈবার জঙ্গিরা। এমনই খবর মিলেছে গোয়েন্দা সূত্রে। এই খবর পাওয়া মাত্রই কড়া সতর্কতা জারি করা হল জম্মু-কাশ্মীর এবং পঞ্জাবে। কড়া সতর্কতা বিহারেও।
পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হানায় ২৬ জনের মৃত্যুর পরেই পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নেয় ভারত। মঙ্গলবার রাতে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালিয়েছিল ভারত। ভারতীয় সেনা উড়িয়ে দেয় পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটি। সেগুলির মধ্যে রয়েছে পাকিস্তানের মূল ভূখণ্ডে থাকা বাহাওয়ালপুরে জইশ-ই-মহম্মদের মূল ঘাঁটি এবং মুরিদকে-তে লস্কর-ই-তৈবার মূল ঘাঁটি। জইশের মূল ঘাঁটিতে হামলায় প্রাণ হারিয়েছে সেই জঙ্গি গোষ্ঠীর প্রধান মাসুদ আজহারের পরিবারের ১০ জন, যাদের মধ্যে রয়েছে তার ভাই, বোন ও ভাইপো। সব মিলিয়ে কমপক্ষে ৮০ জন জঙ্গির প্রাণহানির খবর মিলেছে। এই পরিস্থিতিতে গোয়েন্দা সূত্রে খবর, ভারতে আবার জঙ্গি হামলা হতে পারে। জম্মু-কাশ্মীর এবং পঞ্জাবে ফিদায়েঁ জঙ্গিদের পাঠিয়ে আত্মঘাতী হামলা চালাতে পারে জইশ এবং লস্করের মতো জঙ্গি সংগঠনগুলি। নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে লালকেল্লা সহ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ এলাকায়।
প্রসঙ্গত, বুধবার রাতে ভারতের ১৫টি শহরের সেনাছাউনিতে হামলা চালানোর চেষ্টাও করেছিল পাকিস্তান। কিন্তু ভারত তা প্রতিহত করার পাশাপাশি পাকিস্তানের একাধিক এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে ইতিমধ্যেই জম্মু-কাশ্মীরের বেশ কিছু জায়গায় স্কুল বন্ধ রাখা হবে শনিবার পর্যন্ত। কাশ্মীরের স্কুল শিক্ষা ডিরেক্টর নবি ইট্টু বলেন, ‘‘বারামুলা, কুপওয়ারা, শ্রীনগর এবং অবন্তিপোড়ায় সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী শুক্র এবং শনিবার।’’