দুবাই : সুফিয়ান মুকিমের বলে বার্থ ডে বয় সূর্যকুমার যাদবের ছক্কাটা মিডউইকেট বাউন্ডারির উপর দিয়ে গ্যালারিতে পৌঁছাতেই ‘ইটস অল ওভার’।
২৫ বল বাকি থাকতে ৭ উইকেটে অনায়াস, দাপুটে জয় টিম ইন্ডিয়ার। শুধুই কি দাপুটে জয়? সঙ্গে রয়েছে প্রতিবেশি পাকিস্তানকে ‘উচিত শিক্ষা’ দেওয়াও।
পহলগাম কাণ্ড ভোলেনি ভারত। ভোলেনি টিম ইন্ডিয়াও। পালটা হিসেবে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরও তাজা ভারতীয় দলের অন্দরে। প্রতিবেশি পাকিস্তানকে ৭ উইকেটে উড়িয়ে দেওয়ার পর বিপক্ষ দলের কোনও ক্রিকেটারের সঙ্গে হাত মেলালনি টিম ইন্ডিয়ার সদস্যরা। অধিনায়ক সূর্য ও শিবম দুবে ম্যাচ জয়ের পর সরাসরি হাঁটা দেন ভারতীয় সাজঘরের দিকে। বিপক্ষ পাকিস্তানের দিকে ঘুরেও তাকাননি দুই ভারতীয় ব্যাটার। শুধু তাই নয়, ভারতীয় সেনাকে ‘পাকিস্তান দখলের’ সাফল্য উৎসর্গ করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্য।
পুরষ্কার বিতরণী মঞ্চের সঞ্চালক প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকারের হাত থেকে মাইক নিয়ে ভারত অধিনায়ক বলেছেন, ‘পহলগাম কাণ্ডে জঙ্গিহানায় নিহতদের পরিবারের পাশে রয়েছি আমরা। প্রয়াতদের পরিবারের প্রতি রয়েছে আমাদের সমবেদনা। সঙ্গে ভারতীয় সেনাকে আজকের পাকিস্তান ম্যাচ জয়ের সাফল্য উৎসর্গ করতে চাই আমরা।’
দুই প্রতিবেশির সম্পর্কের রসায়নটা সম্পূর্ণভাবে বদলে গিয়েছে পহলগাম কাণ্ডের পর। পাক জঙ্গিদের নির্বিচারে গুলি চালনা ও ২৬ জনের মারা যাওয়ার ঘটনা সূর্যের ভারত ভুলতে পারেনি। তাই এশিয়া কাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে টসের সময় ও খেলা শেষের পর বিপক্ষ দলের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানোর ‘সৌজন্য’ দেখায়নি টিম ইন্ডিয়া। খেলার পর ভারত অধিনায়ক সূর্ষ দলের মানসিকতা ও অবস্থানও স্পষ্ট করে দিয়েছেন। ক্রিকেটীয় বিচারে পুরো দলকেই সাফল্যের কৃতিত্ব দিয়েছেন স্কাই। বলেছেন, ‘দলের সাফল্যে সবারই অবদান রয়েছে।’
ভারত অধিনায়ক সূর্য পরিকল্পনা করে পাকিস্তানকে ‘শিক্ষা’ দেওয়ার পথে যখন হেঁটেছেন, তখন ম্যাচের সেরা কুলদীপ যাদবের গলাতেও একইরকম আগ্রাসন। চার ওভারে ১৮ রানে তিন উইকেট নিয়েছেন রিস্ট স্পিনার কুলদীপ। টসে জিতে অদ্ভুতভাবে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া পাক ব্যাটিংকে জোরদার ধাক্কা দিয়েছেন তিনি। পরে ম্যাচ সেরার পুরষ্কার নিয়ে কুলদীপ বলেছেন, ‘সাজঘরের পরিকল্পনা বাস্তবে পরিণত করাই ছিল আমার মূল উদ্দেশ্য। দল হিসেবে মাঠে আমরা খেলার শুরু থেকে সেটাই করেছি। পাকিস্তানকে চাপে রাখাই ছিল আমাদের উদ্দেশ্য। সেটাই করে দেখিয়েছি আমরা। তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছি বলে নয়, আমার লক্ষ্য ও উদ্দেশ্য ছিল শুরু থেকে বিপক্ষ দলকে চাপে রাখা। সেটাই করে দেখিয়েছি আমরা।’