Ind-Eng third T20 | কাজে এল না বরুণের ঘুর্ণি, ইংল্যান্ডের কাছে ২৬ রানে হেরে গেল ভারত

Ind-Eng third T20 | কাজে এল না বরুণের ঘুর্ণি, ইংল্যান্ডের কাছে ২৬ রানে হেরে গেল ভারত

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ তৃতীয় টি২০ ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে গেল ভারত। রাজকোটে এদিন টসে জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায় ভারত অধিনায়ক সূর্য কুমার যাদব। প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৭১ রান করে ইংল্যান্ড। ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী ৪ ওভারে ২৪ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে ভারত ১৪৫ রানে শেষ হয়ে যায়। ২৬ রানে ম্যাচ হারে ভারত। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন হার্দিক পাণ্ডিয়া। ৫ ম্যাচের সিরিজে ২-১ এ এগিয়ে ভারত।

রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্যাচ খেলতে নেমেছিল ভারত। লক্ষ্য ছিল তৃতীয় ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করা। কিন্তু সূর্যদের সেই আশায় জল ঢেলে দিল ইংরেজরা। এদিন টসে জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায় ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। চোট সারিয়ে দীর্ঘদিন পর ভারতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন মহম্মদ সামি। এদিন অল্পরানে ইংল্যান্ডকে আটকে রাখার পরিকল্পনা ছিল ভারতের। কিন্তু সেই আশায় জল ঢেলে দিল ইংরেজ ব্যাটাররা। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তুলে ফেলল ৯ উইকেটে ১৭১ রান। ইনিংসের ডাকেটের ৫১, লিভিংস্টোনের ২৪ বলে ৪৩ এবং শেষ উইকেটের জুটিতে রশিদ এবং উডের দৃষ্টিনন্দন ব্যাটিং বড় স্কোর করতে সাহায্য করে। এদিন ভারতের বরুণ চক্রবর্তী ৪ ওভারে ২৪ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়েছেন। হার্দিক পান্ডিয়া পেয়েছেন ২টি উইকেট। বিষ্ণোই ও পটেল ১টি করে উইকেট পেলেও ১৪ মাস পরে জাতীয় দলে সুযোগ পেলেও উইকেট পান নি সামি। ৩ ওভারে বিনা উইকেটে সামি দিয়েছেন ২৫ রান।

১৭২ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। মাত্র ৩১ রানেই সাজঘরে ফিরে গিয়েছেন দুই ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। ব্যাত হাতে এদিনও ব্যর্থ অধিনায়ক সূর্য। রাজকোটে তাঁর সংগ্রহ ১৪। তিলক বর্মা করলেন ১৮ রান। একা হার্দিক ৪০ রানের ইনিংসে খানিকটা লড়াই করলেন। শেষ পর্যন্ত ভারতের ইনিংস শেষ হয় ১৪৫ রানে। এদিন ইংল্যান্ডের ওভারটোন তুলে নিয়েছেন ভারতের ৩টি উইকেট।

এই ম্যাচে জয়ের ফলে পাঁচ ম্যাচের জয়ের ফলাফল আপাতত ২-১। সিরিজের শেষ দুই ম্যাচে পুণে এবং মুম্বইয়ে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *