উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারতীয় শিবির চোট-আঘাতে জর্জরিত। ম্যাঞ্চেস্টার টেস্টে চাপে শুভমনেরা। এদিন ফের নতুন করে পায়ে চোট পেলেন ঋষভ পন্থ। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে রান পেলেন না শুভমান গিল। এই টেস্টের প্রথম দিন আরও ভালো জায়গায় থাকতে পারতো টিম ইন্ডিয়া। তবু প্রথম দিনের শেষে ভারত ৪ উইকেটে ২৬৪। সিরিজ জিততে হলে ম্যাঞ্চেস্টার টেস্ট জয় ছাড়া উপায় নেই শুভমন গিলদের সামনে।
আঙুলের চোট সারিয়ে চতুর্থ টেস্ট খেলতে নামা সহ অধিনায়ক ঋষভ পন্থ এ বার পায়ে চোট পেলেন। ইনিংসের ৭৮ তম ওভারে ক্রিস ওকসের ইয়ার্কার রিভার্স সুইপ করতে গিয়ে ডান পায়ে চোট পান পন্থ। বল ব্যাট ছুঁয়ে তাঁর ডান পায়ে লাগে। মাঠে পায়ের যন্ত্রণায় কাতরাতে দেখা যায় পন্থকে। আর এদিন তিনি ব্যাট করতে না পেরে সাজঘরে ফিরে যান। তাঁর ডান পা ফুলে গিয়েছে। তাঁর জায়গায় ব্যাট করতে নামেন রবীন্দ্র জাদেজা।
এদিন টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। ব্যাট করতে নেমে প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত কোনও উইকেট না হারিয়ে ভারতের রান হয় ৭৮। দলের ৯৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় ভারত। ওকসের বলে দ্বিতীয় স্লিপে ক্রলির হাতে ক্যাচ দিয়ে আউট হলেন রাহুল (৪৬)। ৯৬ বলে অর্ধশতরান পূর্ণ করলেন যশস্বী। আট বছর পর টেস্ট খেলতে নামা লিয়াম ডসনের বলে প্রথম স্লিপে ব্রুকের হাতে ক্যাচ দিয়ে আউট হন যশস্বী (৫৮)। ভারত ১২০/২। ম্যাঞ্চেস্টার টেস্টে ব্যর্থ শুভমন (১২)। স্টোকসের বলে এলবিডব্লিউ হলেন ভারত অধিনায়ক। ভারত ১৪০/৩। ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ উইকেটে ২০০ রান পেরিয়ে যায় ভারত। টেস্টে প্রথম অর্ধশতরান করেন সুদর্শন। স্টোকসের বল বাউন্ডারিতে পাঠাতে গিয়ে ক্যাচ আউট সুদর্শন (৬১)। ভারত ২৩৫/৪। দিনের শেষে ভারত ৪ উইকেট হারিয়ে করে ২৬৪ রান। অপরাজিত রয়েছেন জাদেজা (১৯) এবং শার্দূল (১৯)।