উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দুই ইনিংসে ভারতের পাঁচ-পাঁচটি সেঞ্চুরি, বুমরাহর এক ইনিংসে ৫টি উইকেট, তবুও ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট জিততে পারল না ভারত। লিডসে হেডিংলে টেস্টে ভারতকে ৫ উইকেটে হারিয়ে দিল ইংল্যান্ড। টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়ে ছিলেন ব্রিটিশ অধিনায়ক বেন স্টোকস। প্রথম ইনিংসে ব্যাট করে ভারত করেছিল ৪৭১ রান। জবাবে ইংল্যান্ড করে ৪৬৫ রান। মাত্র ৬ রানে লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ভারত করে ৩৬৪ রান। শুভমান গিলরা ইংল্যান্ডকে টার্গেট দেন ৩৭০ রান। এই পাহাড় প্রমাণ রান খুব সহজেই তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। এই ম্যাচে একের পর এক ক্যাচ মিসের মাশুল দিল টিম ইন্ডিয়া। চতুর্থ ইনিংসে রান তাড়া করে ৫ উইকেটে ৩৭৩ রান করলেন বেন স্টোকসেরা। পাঁচটি শতরান করেও জিততে পারল না ভারত। হেডিংলেতে এর আগে এত রান তাড়া করে কখনও টেস্ট জেতেনি ইংল্যান্ড। পাঁচ টেস্টের সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়লেন শুভমন গিলেরা।
পাঁচটি শতরান করেও জিততে পারল না ভারত। ২১ রান আর ১০ উইকেট হাতে নিয়ে লিডসে পঞ্চম দিনের খেলা শুরু করেন দুই ব্রিটিশ ওপেনার ডাকেট এবং ক্রলি। এদিনের আবহাওয়া মেঘলা থাকলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন বুমরাহ, সিরাজরা। ইংল্যান্ডকে হারাতে হলে পঞ্চম দিনে ১০ উইকেট নিতে হত। আর সেটাই করতে পারল না টিম ইন্ডিয়া। প্রথম ঘণ্টায় একটিও উইকেট তুলতে পারলেন না শুভমনেরা। মেঘলা আবহাওয়াতেও স্বচ্ছন্দে ব্যাট করে যান ডাকেট এবং ক্রলি। ১২২ বলে শতরান পূর্ণ করেন ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট। ভারতের নির্বিষ বোলিংয়ের সামনে সাবলীল ব্যাটিং করে যান ইংরেজ ওপেনাররা।
এদিন লিডসে বৃষ্টির কারণে কিছুক্ষণ খেলাও বন্ধ থাকে। ১৮৮ রানের মাথায় প্রথম উইকেট পড়ে ইংল্যান্ডের। ক্রলিকে (৬৫) আউট করলেন প্রসিদ্ধ। স্লিপে ক্যাচ ধরলেন রাহুল। ইংল্যান্ড ১৮৮/১। প্রসিদ্ধের বলে বোল্ড হন পোপ (৮)। পর পর ২ উইকেট হারায় স্টোকসেরা। ইংল্যান্ড ২০৬/২। ইংল্যান্ডের পরপর আরও দুটি উইকেট তুলে নেন শার্দূল ঠাকুর। শার্দূলের বলে আউট হন ব্রুক (শূন্য)। ভাল ক্যাচ ধরলেন পন্থ। ইংল্যান্ড ২৫৩/৪। ইংল্যান্ডের পঞ্চম উইকেট তুলে নেন জাদেজা। জাদেজার বলে আউট হন স্টোকস (৩৩)। ক্যাচ ধরলেন শুভমন। ইংল্যান্ড ৩০২/৫। এরপর আর একটিও উইকেট নিতে পারেনি ভারতীয় বোলাররা। প্রথম টেস্টে ৫ উইকেটে জিতে নেয় ইংল্যান্ড। রান তাড়া করে শেষমেশ ৫ উইকেটে ৩৭৩ রান করলেন বেন স্টোকসেরা। হেডিংলেতে এর আগে এত রান তাড়া করে কখনও টেস্ট জেতেনি ইংল্যান্ড। পাঁচ টেস্টের সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়লেন শুভমন গিলেরা।