উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রেললাইনে পেতে রাখা আইইডি বিস্ফোরণে মৃত্যু হল এক রেলকর্মীর। ঘটনাটি ঘটেছে ওডিশার সুন্দরগড়ে, ঝাড়খণ্ড সীমানার কাছে। নিহত রেলকর্মীর নাম ইতুয়া ওঁরাও। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, রেললাইনের ওপর বিস্ফোরকটি মাওবাদীরা রেখেছিল। ঘটনাস্থলের অদূরেই মাওবাদীদের কিছু পোস্টার পাওয়া গিয়েছে বলেও খবর রয়েছে। নিহত রেলকর্মীর পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন ওডিশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি।
সূত্রের খবর, এদিনের এই বিস্ফোরণটি ঘটে বিমলাগড় শাখার করমপদ-রেঞ্জদা সংযোগকারী লুপ লাইনের উপর। তবে এই ঘটনার পর প্যাসেঞ্জার ট্রেনের চলাচল ব্যাহত হয়নি বলেই জানিয়েছেন দক্ষিণ-পূর্ব রেলের এক মুখপাত্র। সূত্রের খবর, এই সপ্তাহেই সুন্দরগড়ে মাওবাদীদের একটি কর্মসূচী ছিল। সেই আবহেই ঘটে গেল এই বিস্ফোরণের ঘটনা। প্রসঙ্গত, এই বিস্ফোরণস্থলটি সুন্দরগড় জেলায় সারান্ডা বনবিভাগের মধ্যে পড়ে।
অপরদিকে, চলতি সপ্তাহেই গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সিআরপিএফ, ঝাড়খণ্ড সশস্ত্র পুলিশ এবং মাওবাদী দমন বাহিনী ‘জাগুয়ার’ সারান্ডা অরণ্য সংলগ্ন এলাকায় তল্লাশি অভিযান চালায়। সেই অভিযানে উদ্ধার হয় ৩৫ লক্ষ টাকা। জানা যায়, ওই টাকাগুলি মাটির নীচে লুকিয়ে রাখা মাওবাদীদের একটি গোপন বাঙ্কার থেকে উদ্ধার হয়েছিল। এবার সেই সারান্ডা অরণ্যেই আইইডি বিস্ফোরণে মৃত্যু হল এক রেলকর্মীর।