Hyderabad | নাশকতার পরিকল্পনা! আইএস জঙ্গি সন্দেহে হায়দরাবাদে গ্রেপ্তার ২, সতর্কতা জারি প্রশাসনের     

Hyderabad | নাশকতার পরিকল্পনা! আইএস জঙ্গি সন্দেহে হায়দরাবাদে গ্রেপ্তার ২, সতর্কতা জারি প্রশাসনের     

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইএস জঙ্গি সন্দেহে হায়দরাবাদ থেকে দুই জনকে গ্রেপ্তার করেছে তেলেঙ্গানা পুলিশের গোয়েন্দা বিভাগ। ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমানে বিস্ফোরক পদার্থ। গোয়েন্দাদের অনুমান হায়দরাবাদে বড়সড়ো নাশকতা ঘটানোর পরিকল্পনা ছিল ধৃতদের। এই পরিকল্পনার কথা জেরার মুখে তাঁরা স্বীকার করে নিয়েছেন বলে দাবি তদন্তকারীদের। এই ঘটনার পর শহর জুড়ে সতর্কতা জারি করেছে প্রশাসন।

জানা গিয়েছে, ধৃতেরা হলেন ২৯ বছরের সিরাজ-উর-রহমান এবং ২৮ বছরের সইদ সমীর। গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতে যৌথ অভিযানে নামে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা পুলিশের গোয়েন্দা বিভাগের (কাউন্টার-ইন্টেলিজেন্স সেল)। প্রথমে অভিযান চালানো হয় অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরমে। সেখান থেকে গ্রেপ্তার করা হয় সিরাজ-উর-রহমানকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই দ্বিতীয় অভিযুক্তের সন্ধান মেলে। সমীরকে গ্রেপ্তার করা হয় হায়দরাবাদ শহর থেকেই। ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয়েছে অ্যামোনিয়া, সালফার, অ্যালুমিনিয়াম গুঁড়ো সহ আরও কিছু বিস্ফোরক পদার্থ। জেরার মুখে তাঁরা স্বীকার করেছেন যে, হায়দরাবাদ শহরেই বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল তাঁদের।

তদন্তকারীদের অনুমান, সৌদি আরবের আইএস মডিউলের সঙ্গে তাঁদের যোগাযোগ রয়েছে। কী ভাবে এবং শহরের কোথায় বিস্ফোরণের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর শহর জুড়ে সতর্কতা জারি করেছে প্রশাসন। সাধারণ মানুষকে রাস্তাঘাটে চলাফেরার সময়ে বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে। প্রশাসনের সঙ্গে সহযোগিতার অনুরোধও করা হয়েছে জনসাধারণের কাছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *