উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে মৃত নাবালিকা তামান্না খাতুনের বাড়িতে গিয়েছিলেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। শোকবার্তা জানানোর পাশাপাশি তিনি নিহত ওই নাবালিকার মাকে কিছু টাকা দিতে গিয়েছিলেন তিনি। কিন্তু নিহত ওই নাবালিকার মা প্রত্যাখান করেন সেই অর্থসাহায্য। এমনকি আঙুল উঁচিয়ে তীব্র ক্ষোভের সঙ্গে বিধায়ককে এও হুঁশিয়ারি দেন যে, তিনি যেন এমন শোক না দেখাতে আসেন। এবার সেই ঘটনার জন্য হুমায়ুন কবীরকে শোকজ করল তৃণমূল দল। দলের তরফে রাজ্য তৃণমূলের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বৃহস্পতিবার জানান, হুমায়ুনকে ৭২ ঘণ্টার মধ্যে ওই চিঠির জবাব দিতে বলা হয়েছে।
গত ১৯ জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে জয়ী হয় তৃণমুল প্রার্থী। আর সেই সময় তৃণমূলের বিজয় মিছিল থেকে সিপিএম কর্মীদের বাড়ি লক্ষ করে বোমা ছোড়া হয়। সেই বোমার আঘাতে মৃত্যু হয় ১০ বছরের ছোট্ট তামান্নার। তাঁর পরিবারের অভিযোগ ছিল যে, তাঁরা সিপিএম করেন বলেই এই আক্রমণ করা হয় তাঁদের ওপর।
বুধবার সেই তামান্নার বাড়িতে গিয়েই অপ্রস্তুত অবস্থায় পড়তে হয় হুমায়ুন কবীরকে। নিহত তামান্নার মাকে যখন তিনি টাকা দিতে যান তখন রেগে গিয়ে মৃত নাবালিকার মা বলে ওঠেন, “কিসের জন্য? কিসের জন্যে এটা? এমন শোক আমায় দেখাবেন না। আমি ধৈর্য্য রাখতে পারব না।” আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই কটাক্ষের মুখে পড়তে হয় হুমায়ুনকে। এবার দলের তরফেও তাঁকে শোকজ লেটার পাঠিয়ে জানতে চাওয়া হয়েছে যে, দলকে না জানিয়ে কেন তিনি গিয়েছিলেন ওই মৃত নাবালিকার বাড়িতে।
এই প্রসঙ্গে হুমায়ুনের বক্তব্য, ‘আমার একটি বেসরকারি সংস্থা রয়েছে। আমি সেই সংস্থার পক্ষ থেকেই গিয়েছিলাম। দল জানত না।’ তবে শোকজ লেটার সম্পর্কে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এখনও কোনও চিঠি পাইনি। চিঠি পেলে জানাব।’