উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মার্কিন আইনসভার নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টিটিভসে বৃহস্পতিবার পাশ হয়ে গেল ডোনাল্ড ট্রাম্পের ৪.৫ ট্রিলিয়ন ডলারের ‘বিগ বিউটিফুল বিল’ (Huge Lovely Invoice) । এই বিলটি করছাড় এবং সরকারি ব্যয় হ্রাসের এক ‘বড় প্যাকেজ’ বলেও গণ্য করা হচ্ছে। রিপাবলিকান-নিয়ন্ত্রিত হাউজে ২১৮-২১৪ ভোটে বিলটি পাশ হয়েছে। শুক্রবার, ৪ জুলাই বিকেল ৫টায় প্রেসিডেন্ট ট্রাম্প এই বিলে স্বাক্ষর করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
প্রসঙ্গত, এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের একটি বড় আইন প্রণয়ন সংক্রান্ত বিজয়। এই বিলের মাধ্যমে তাঁর অভিবাসন দমন নীতির জন্য যেমন তহবিল সুরক্ষিত করা হয়েছে, তেমনই ২০১৭ সালের করছাড়ের সিদ্ধান্ত স্থায়ী করা হয়েছে এবং ২০২৪ সালের প্রচারে প্রতিশ্রুতি দেওয়া নতুন করছাড়গুলিও কার্যকর হচ্ছে।
বিলটি পাসের পর উচ্ছ্বসিত প্রেসিডেন্ট ট্রাম্প এটিকে একটি ঐতিহাসিক জয় বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “এটি এ যাবৎকালের সবচেয়ে বড় বিল এবং এটি এই দেশকে রকেটশিপের মতো এগিয়ে নিয়ে যাবে। এটি সত্যিই অসাধারণ হবে।” ৩.৪ ট্রিলিয়ন ডলারের কর ও ব্যয় প্যাকেজের প্রশংসা করে ট্রাম্প আরও বলেন, “আমার মনে হয়, বিলটি পর্যালোচনা করলে দেখা যাবে, ইতিহাসের বৃহত্তম করছাড়, নিরাপত্তার জন্য দুর্দান্ত, দক্ষিণের সীমান্তের জন্য দুর্দান্ত। আমরা প্রায় সবকিছুই কভার করেছি। আবারও বলছি, এটি এ যাবৎকালের সবচেয়ে বড় বিল।”
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সংবাদ সম্মেলনে বলেন, ” ‘বিগ, বিউটিফুল বিল’ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে পাস হয়েছে এবং আগামীকাল ৪ঠা জুলাই বিকেল ৫টায় একটি বড়, সুন্দর স্বাক্ষর অনুষ্ঠানে রাষ্ট্রপতির ডেস্কে পৌঁছাবে, যেমনটা রাষ্ট্রপতি সবসময় বলেছিলেন এবং আশা করেছিলেন।”
বিল পাসের প্রতিক্রিয়ায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, “সবাইকে অভিনন্দন। মাঝে মাঝে আমারও সন্দেহ হয়েছিল যে ৪ঠা জুলাইয়ের মধ্যে আমরা এটি শেষ করতে পারব কিনা! প্রতিশ্রুতি দিয়েছিলাম, প্রতিশ্রুতি রেখেছি।” তবে অনুমান করা হচ্ছে, হাউজে পাস হলেও বিলটি রাজনৈতিক পরিণতির সম্মুখীন হতে পারে। অল্প ভোটের ব্যবধানে বিলটি পাস হওয়ায় রিপাবলিকান পার্টির মধ্যে গভীর বিভেদ স্পষ্ট হয়েছে। অন্যদিকে, ডেমোক্র্যাটরা আসন্ন নির্বাচনে এই বিলটিকে প্রচারের অন্যতম বিষয় হিসেবে ব্যবহার করবে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, বিলটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল ৩৫০ বিলিয়ন ডলারের সীমান্ত ও জাতীয় নিরাপত্তা পরিকল্পনা। এর মধ্যে ৪৬ বিলিয়ন ডলার মার্কিন-মেক্সিকো সীমান্ত প্রাচীর সম্প্রসারণের জন্য ও ৪৫ বিলিয়ন ডলার অভিবাসী আটক কেন্দ্রের জন্য বরাদ্দ রয়েছে। এই উদ্যোগের দরুন ১০,০০০ নতুন আইসিই (ICE) অফিসার নিয়োগ করা হবে এবং প্রত্যেককে ১০,০০০ ডলার সাইনিং বোনাসও দেওয়া হবে। তবে ট্রাম্পের দাবি সত্ত্বেও, বিলটিতে সোশ্যাল সিকিউরিটি সুবিধার উপর আরোপিত কর বাতিল করা হয়নি।