উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : বুধবার কালিয়াচকে-৩ ব্লকের চামাগ্রাম হাইস্কুলে শিক্ষকদের মারধরের অভিযোগ উঠেছিল কামরিটোলা হাইমাদ্রাসার কয়েকজন পড়ুয়ার বিরুদ্ধে। সেই ঘটনায় জড়িত নয় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হতে পারে বলে বৃহস্পতিবার জানালেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জিৎ ভট্টাচার্য। এদিন তিনি উত্তর দিনাজপুরের সাতটি স্কুল পরিদর্শন করেন তিনি। পরে কর্ণজোড়া সার্কিট হাউসে সাংবাদিক বৈঠক করে জানান, অভিযুক্তদের বিরুদ্ধে এখনই কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তারা আপাতত পরীক্ষা দিতে পারবে। অভিযুক্তদের চিহ্নিত করা হচ্ছে। প্রক্রিয়া সম্পন্ন হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এমনকি পরীক্ষা বাতিলও করা হতে পারে। সেইসঙ্গে দুই স্কুলের প্রধান শিক্ষককে শোকজ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, পরীক্ষায় বসার আগে তল্লাশির অভিযোগে গতকাল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে আক্রান্ত হয়েছিলেন চামাগ্রাম হাইস্কুলের শিক্ষকরা। হামলায় ওই স্কুলের মোট ছয়জন শিক্ষক জখম হয়েছেন।