HS Examination | নয়া পদ্ধতিতে আজ থেকে শুরু উচ্চমাধ্যমিকের প্রথম সিমেস্টারের পরীক্ষা, প্রশ্নপত্রে থাকবে বার কোড

HS Examination | নয়া পদ্ধতিতে আজ থেকে শুরু উচ্চমাধ্যমিকের প্রথম সিমেস্টারের পরীক্ষা, প্রশ্নপত্রে থাকবে বার কোড

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নয়া পদ্ধতিতে সোমবার থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিকের (HS Examination) প্রথম সিমেস্টারের পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। চলবে ১১টা ১৫ মিনিট পর্যন্ত। তবে মিউজিক, ভিসুয়াল আর্টস ও ভোকেশনাল বিষয়ের পরীক্ষা ১০টায় শুরু হয়ে শেষ হবে ১০টা বেজে ৪৫ মিনিটে। এবার ৬ লক্ষ ৬০ হাজার ছাত্র-ছাত্রী পরীক্ষা দিচ্ছে। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ লক্ষ ৯ হাজার। পরীক্ষা চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

এবছর ছাত্র-ছাত্রীদের সামনেই পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্রের সিল খোলা হবে। প্রশ্নপত্রে থাকবে বার কোড। প্রতিটি প্রশ্নের জন্য আলাদা আলাদা বার কোড দেওয়া থাকবে। এর সাহায্যে কোন কেন্দ্র থেকে এবং সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে চিহ্নিত করা যাবে বলে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

প্রথম পর্যায়ের পরীক্ষা হবে ওএমআর (OMR) শিটে। এবার উচ্চমাধ্যমিকে মোট পরীক্ষার্থীর মধ্যে ৪৩.০৭ শতাংশ ছাত্র এবং ৫৬.০৩ শতাংশ ছাত্রী। প্রথম পর্যায়ের পরীক্ষায় মেন ভেন্যুর সংখ্যা ৮১৮। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে থাকবে সিসিটিভি। কোনো বৈদ্যুতিন দ্রব্য নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না বলে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *