মাথাভাঙ্গা: বাবা-মা দুজনেই দিনমজুর। কোনও রকমে গ্রাসাচ্ছাদন চলে পরিবারের। মাথাভাঙ্গা ব্লকের (Mathabhanga) ভাঐরথানা গ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যন্ত গ্রাম আবুয়ার পাথার। সেই গ্রাম থেকেই এবার উচ্চ মাধ্যমিকে (HS End result 2025) নজরকাড়া ফল করল নগর ডাকালিগঞ্জ হাইস্কুলের ছাত্রী প্রিয়াংকা বর্মন। রাজ্য মেধাতালিকায় সম্ভাব্য সপ্তম স্থান অধিকার করেছে সে। কলা বিভাগের ছাত্রী প্রিয়াংকার প্রাপ্ত নম্বর ৪৯১। প্রিয়াংকার বাবা ধনঞ্জয় বর্মন, মা শ্যামলী বর্মন। হতদরিদ্র পরিবারের মেয়ে প্রিয়াংকার সাফল্যে গর্বিত গোটা গ্রাম। মাথাভাঙ্গা মহকুমা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে কৃষি জমির মাঝে প্রিয়াংকার বাড়ি। এদিন উচ্চ মাধ্যমিকের মেধা তালিকা প্রকাশ হতেই অনেকেই প্রিয়াংকাকে সংবর্ধনা জানাতে বাড়িতে হাজির হন। বিকেলে প্রিয়াংকাকে সংবর্ধনা জানাতে তার বাড়িতে আসেন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। প্রিয়াংকার উচ্চশিক্ষার জন্য পাশে থাকার আশ্বাস দেন পার্থপ্রতিমবাবু।