উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে ৩ পণবন্দিকে রেডক্রসের হাতে তুলে দিল হামাস। রেড ক্রসের তরফে ওই পণবন্দিদের ইজরায়েলের হাতে তুলে দেওয়া হয়েছে। বর্তমানে তাঁরা নিজেদের বাড়িতেও পৌঁছে গিয়েছেন বলে জানা গেছে। পণবন্দিদের ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরুর সঙ্গে সঙ্গে ইজরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘ ১৫ মাস ধরে চলতে থাকা যুদ্ধে আপাতত দাঁড়ি পড়ল বলেই মনে করা হচ্ছে। দুই পক্ষই যুদ্ধবিরতি চুক্তি মেনে নিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে তিন মহিলা পণবন্দি রোমি গোনেন, ডোরন স্টেইনব্রিচার ও এমিলি দামারিকে হামাসের মুখোশধারী জঙ্গিরা রেডক্রসের হাতে তুলে দিচ্ছে।
বিস্তারিত আসছে…