উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাড়ি ধসে (Home Collapse) তাতে চাপা পড়ে মৃত্যু হয়েছে ২ জনের। আহত হয়েছেন ১২ জন। আবার অন্য একটি বাড়ি ধসে পড়ায় আহত হন ১১ জন। সোমবার রাতে এমন দুর্ঘটনা হয়েছে ইন্দোরে (Indore)। প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, ওইদিন রাতে ইন্দোরের জওহর মার্গে প্রেমসুখ টকিজের পিছনে একটি তিনতলা ভবন ধসে যায়। এতে দু’জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।
মৃত ওই দু’জনের নাম আলিফা এবং ফাহিম। আহতদের উদ্ধার করে মহারাজা যশবন্ত রাও সরকারি হাসপাতালে (Maharaja Yashwant Rao Authorities Hospital) নিয়ে যাওয়া হয়েছে।
আবার অপরদিকে সোমবার রাতে বৃষ্টির কারণে ইন্দোরের রানিপুরা এলাকায় আরও একটি তিনতলা বাড়ি ধসে পড়ে। সেখান থেকে এগারো জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা।
পুলিশ জানিয়েছে, জওহর মার্গের দৌলতগঞ্জ এলাকায় রাত ৯টা নাগাদ হঠাৎ একটি তিনতলা বাড়ি ধসে যায়। ইন্দোরের জেলাশাসক শিবম ভার্মা জানিয়েছেন, খবর পাওয়া মাত্র দ্রুত সেখানে উদ্ধার কাজ চালানো হয়। সেখান থেকে ১৪ জনকে উদ্ধার করা গেলেও দু’জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আপাতত স্থিতিশীল।
এদিকে, ওডিশার বালেশ্বর এলাকাতেও বৃষ্টিতে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে এক আদিবাসী দম্পতির। রবিবার রাতে ওই ঘটনাটি হয়েছে বস্তা থানার মহাদেব সাইরানি গ্রামে। মৃতদের নাম পিঠা মুর্মু (৩০) এবং লক্ষ্মী মুর্মু (২৫)।