উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ওডিশার জজপুরে ১৫ বছরের এক হকি খেলোয়াড়কে অপরহণ করে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই অভিযোগে সোমবার পুলিশ চার হকি প্রশিক্ষককে আটক করেছে। পুলিশ তদন্ত করছে।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দুই বছর ধরে মেয়েটি জজপুর হকি স্টেডিয়ামে প্রশিক্ষণ নিচ্ছে। ৩ জুলাই সন্ধ্যায় প্রশিক্ষণ শেষে বাড়ি ফিরছিল ওই নাবালিকা। অভিযোগ, সেই সময় হকি কোচ সার্থক মোহান্তি, সন্দীপ সোয়েন এবং সাগর নায়ক তাকে অপহরণ করে একটি লজে নিয়ে গিয়ে গণধর্ষণ করেছেন। ঘটনার কথা কাউকে জানালে মেয়েটিকে খুনেরও হুমকি দেন অভিযুক্তরা। রবিবার রাতে জাজপুর টাউন থানায় এফআইআর দায়ের করেন নির্যাতিতা। তার পরই বিষয়টি প্রকাশ্যে আসে।
জজপুর টাউন থানার আধিকারিক শরৎ পাত্র জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। সোমবার চারজন হকি প্রশিক্ষককে আটক করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। জজপুরের এসপি যশপ্রতাপ শ্রীমল জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে।
প্রসঙ্গত, সম্প্রতি অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে গায়ে আগুন দিয়েছিলেন ২২ বছর বয়সি ওডিশার এক কলেজ ছাত্রী। তিন দিন ধরে তাঁর চিকিৎসা চলে। অবশেষে মৃত্যু হয় নির্যাতিতার। তার রেশ কাটতে না কাটতেই এবার গণধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী রাজ্যটিতে।