Himachal rain | হিমাচলে বিপর্যয়ে মৃত বেড়ে ৭৮, উত্তরাখণ্ডে জারি ভূমিধসের সতর্কতা

Himachal rain | হিমাচলে বিপর্যয়ে মৃত বেড়ে ৭৮, উত্তরাখণ্ডে জারি ভূমিধসের সতর্কতা

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : মেঘভাঙা বৃষ্টি, হড়পা, ভূমিধসে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। রাজ্যটিতে দুর্যোগে এখন পর্যন্ত ৭৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর। প্রশাসনের তরফে জানানো হয়েছে, হড়পার কারণে মান্ডি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মান্ডিতে হিমাচল সমবায় ব্যাংকের প্রথম তলায় ঢুকে যায় হড়পার জলকাদা। এতে টাকা, গয়না নষ্ট হয়েছে বলে দাবি।

স্থানীয় ব্যবসায়ী হরি মোহন বলেন, ‘আট হাজার জনসংখ্যার শহরে এটিই একমাত্র ব্যাংক। ব্যাংকে রাখা নগদ টাকা, নথিপত্র, গয়না নষ্টের আশঙ্কা রয়েছে।’ বিপর্যয়ের জেরে রাজ্যটির সড়ক যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন। নেই বিদ্যুৎ। বন্ধ হয়ে রয়েছে জল সরবরাহ। সেসব স্বাভাবিক করতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন উপমুখ্যমন্ত্রী মুকেশ অগ্নিহোত্রী।

এরই মধ্যে আইএমডি বেশ কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করেছে। আইএমডি সোমবার হিমাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ সহ অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সিরমৌর, কাংড়া এবং মান্ডি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। সিমলা, সোলান, হামিরপুর, বিলাসপুর, উনা, কুল্লু এবং চাম্বা জেলায় কমলা সতর্কতা রয়েছে।

অন্যদিকে, উত্তরাখণ্ডের চারটি জেলা – তেহরি, রুদ্রপ্রয়াগ, চামোলি এবং উত্তরকাশিতে ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। এই চার জেলায় সোম ও মঙ্গলবার অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসনের তরফে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে যে কোনও পরিস্থিতিতে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *