Himachal Pradesh | ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, বন্ধ ৪০০-রও বেশি রাস্তা

Himachal Pradesh | ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, বন্ধ ৪০০-রও বেশি রাস্তা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশে। বন্ধ রয়েছে ৪০০-রও বেশি রাস্তা। হড়পার কারণে মালানা-২ জলবিদ্যুৎ প্রকল্পের একটি কফারড্যাম আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। হড়পার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে (যদিও সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ)। যেখানে মালানা নদীতে ডাম্পার, পাথর ভাঙার যন্ত্র এবং গাড়ি ভেসে যেতে দেখা যাচ্ছে।

শুক্রবার সন্ধ্যা থেকে হিমাচলের বিভিন্ন অংশে ভারী বৃষ্টি শুরু হয়েছে। মান্ডি জেলায় ১৭৪টি রাস্তা বন্ধ। চাম্বায় বন্ধ রয়েছে ১০০টিরও বেশি রাস্তা। বিয়াস এবং এর উপনদীগুলিতে জলস্তর বৃদ্ধি পেয়েছে। হামিরপুর জেলার সুজনপুরের কাছে এই নদীর উপর সেতুতে ফাটল দেখা দিয়েছে।

রাজ্যের মধ্যে পঞ্জাব সীমানার নিম্ন পাহাড়ি জেলা উনাতে সর্বোচ্চ ২৬০.৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। চণ্ডীগড়-ধর্মশালা জাতীয় মহাসড়কও বন্যার কবলে পড়েছে।

উপমুখ্যমন্ত্রী মুকেশ অগ্নিহোত্রী বলেছেন, ‘রাজ্য সরকার পরিস্থিতির উপর নজর রাখছে। জেলা প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।’ প্রসঙ্গত, হিমাচল প্রদেশে বর্ষা শুরুর পর এখন পর্যন্ত বৃষ্টিপাতজনিত কারণে ১০১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *