Himachal Pradesh | ঝোড়ো হাওয়ায় মাথার উপর ধসে পড়ল গাছ! হিমাচলে ৩ পর্যটক সহ মৃত ৬

Himachal Pradesh | ঝোড়ো হাওয়ায় মাথার উপর ধসে পড়ল গাছ! হিমাচলে ৩ পর্যটক সহ মৃত ৬

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঝোড়ো হাওয়ার তাণ্ডবে হিমাচল প্রদেশের (Himachal Pradesh) কুলুতে (Kulu) গাছ পড়ে মৃত্যু হল ৬ জনের। মৃতদের মধ্যে ৩ জনই মহিলা। রবিবার বিকেল ৫ টার দিকে এই ঘটনা ঘটে। প্রাথিমক ভাবে জানা গেছে, একটি গুরুদ্বারের কাছে গাছটি ধসে পড়ে। তখন কয়েকজন নিচে বসে ছিলেন। তাদের উপরে গাছ পড়ায় ৬ জনের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন বেশ কয়েকজন। আহতদের চিকিৎসার জন্য জারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে প্রশাসনের সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে ৩ জন পর্যটক (Vacationer)। একজন রাস্তার ধারের ফেরিওয়ালা ও গাড়িচালক। ঘটনার পর পুলিশের দল কুলুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অশ্বিনী কুমার জানিয়েছেন, যে ভূমিধসে ছয়জন প্রাণ হারিয়েছেন এবং অনেকেই আহত হয়েছেন। মণিকরণ স্টেশন হাউস অফিসার (এসএইচও) এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত থেকে, উদ্ধার ও ত্রাণ কাজের তদারকি করে। পুলিশ এখনও মৃতদের পরিচয় জানতে পারেনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *