বিধান ঘোষ, হিলি: হিলি (Hili) স্থলবন্দর দিয়ে চাল আমদানি করবে বাংলাদেশ (Bangladesh)। রবিবার রাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে চাল আমদানি নিয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
সম্প্রতি বাংলাদেশের বাজারে চালের অপ্রতুলতা তৈরি হয়েছে। এর জেরে সেদেশে চালের ব্যাপক মূল্যবৃদ্ধি হয়েছে। তাই বাংলাদেশের বাজারে চালের জোগান স্বাভাবিক রাখার পাশাপাশি মূল্য নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে চাল আমদানির সিদ্ধান্ত নেয় ইউনূস সরকার। রবিবার রাতে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে চাল আমদানিতে ছাড়পত্র ঘোষণা করে।
ওই বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকার ২৪২টি বাণিজ্য প্রতিষ্ঠানকে ৪ লক্ষ ৬১ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৩৯ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির ছাড়পত্র দিয়েছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ওই পরিমাণ চাল আমদানি করে বাংলাদেশের বাজারে চালের জোগান স্বাভাবিক করতে বিজ্ঞপ্তিতে নির্দেশ দেওয়া হয়েছে। এতদিন ভারত সরকারের তরফে রপ্তানির ওপরে নিষেধাজ্ঞা না থাকলেও বাংলাদেশের তরফে চাল আমদানি স্থগিত রাখা হয়েছিল।
বাংলাদেশের তরফে ওই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতেই হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে চাল রপ্তানির জন্য তোড়জোড় শুরু করেছে ভারতীয় ব্যবসায়ীরা। মঙ্গলবার থেকে চাল রপ্তানি করতে মরিয়া ব্যবসায়ীরা। এতে উচ্ছ্বসিত ব্যবসায়ী মহল। ৩০ সেপ্টেম্বরের মধ্যে হিলি স্থলবন্দর দিয়ে ২ লক্ষ মেট্রিক টন চাল রপ্তানির টার্গেট নিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা।
হিলির ব্যবসায়ী সংগঠনের নেতা রাজেশকুমার আগরওয়াল বলেন, ‘রবিবার রাতে বাংলাদেশ সরকার চাল আমদানির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা চাল রপ্তানির প্রক্রিয়া শুরু করে দিয়েছি। সোমবারের মধ্যে চুক্তি হয়ে গেলে মঙ্গলবার থেকে চাল রপ্তানি শুরু হয়ে যাবে। এবার ভারত ও বাংলাদেশ কোনও তরফেই আমদানি-রপ্তানি শুল্ক নেই।’