চালসা: সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরুণ (Highway Accident)। মৃত তরুণের নাম মিজানুর রহমান (২৭)। বাড়ি মাটিয়ালি ব্লকের শালবাড়ি এলাকায় (Salbari)। শুক্রবার রাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে নাগরাকাটা থানা এলাকায় (Nagrakata)। ওই তরুণের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সমগ্র শালবাড়ি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গিয়েছে, শুক্রবার রাতে বীরপাড়ার এক আত্মীয়ের বাড়ি থেকে বাইকে করে নিজের বাড়ি ফিরছিলেন মিজানুর। কিন্তু নাগরাকাটা থানা এলাকায় জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এরপর নাগরাকাটা থানার পুলিশ রাতেই ওই তরুণকে উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানেই তাঁর মৃত্যু হয়। শনিবার নাগরাকাটা থানার পুলিশ মৃত তরুণের দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।