ভগবানগোলা: বোনকে শেষ পর্যন্ত আর বাড়ি নিয়ে যাওয়া হল না দাদার! পথেই দাদাকে চোখের সামনে পিষে দিয়ে চম্পট দিল দুধ বহনকারী নিয়ন্ত্রণহীন বেপরোয়া গাড়ি। বুধবার বিকেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবানগোলা এলাকায়। মৃত দাদার নাম তারিকুল শেখ। গুরুতর জখম অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ছোট বোন মমতা বিবিও।
জানা গিয়েছে, এদিন বিকেলে বোনকে স্কুটিতে চাপিয়ে বাজার থেকে বাড়িতে নিয়ে আসছিলেন দাদা তারিকুল। পথে সামনের দিক থেকে আসা দুধ বহনকারী একটি ছোট গাড়ি দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে স্কুটিতে। গাড়ির ধাক্কায় ছিটকে রাস্তায় পড়ে দুই ভাই-বোন। আর সেই ঘাতক গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তারিকুলের। স্থানীয়রা দুর্ঘটনার বিকট আওয়াজ শুনে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে স্থানীয়রা। গুরুতর জখম অবস্থায় দুজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তারিকুল শেখকে মৃত বলে ঘোষণা করে। আশঙ্কাজনক অবস্থায় মৃতের বোন মমতা বিবি মেডিকেল কলেজেই চিকিৎসাধীন। ঘাতক গাড়ির খোঁজে অভিযান শুরু করেছে পুলিশ।