উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিয়ের প্রতিশ্রুতি ও নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণ, নির্যাতন ও গর্ভপাত করানোর অভিযোগ। এনিয়ে বাংলাদেশের (Bangladesh) আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম (Hero Alam) সহ ছয় জনের বিরুদ্ধে বগুড়া আদালতে মামলা দায়ের হয়েছে।
জানা গিয়েছে, গত রবিবার এক নারীবাদী হয়ে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলাটি করেন। মামলায় বলা হয়েছে, হিরো আলম বিয়ের প্রতিশ্রুতি ও নায়িকা বানানোর আশ্বাস দিয়ে একাধিকবার ওই মহিলাকে ধর্ষণ করেন। পরে এক মৌলবি ডেকে কবুল পড়িয়ে তাঁকে বিয়ে করার কথা বলে বিভিন্ন জায়গায় বাড়ি ভাড়া নিয়ে একসঙ্গে বসবাস করেন। এক সময় মহিলা অন্তসত্ত্বা হয়ে পড়লে গত ১৮ এপ্রিল বগুড়ার বাড়িতে নিয়ে গর্ভপাতের জন্য চাপ দেওয়া হয়। রাজি না হওয়ায় ২১ এপ্রিল হিরো আলম সহ অন্য অভিযুক্তরা মহিলাকে মারধর করেন। এতে তাঁর রক্তক্ষরণ হয়। এরপর মহিলাকে একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তাঁর গর্ভপাত হয়। অভিযোগে আরও বলা হয়েছে, সিনেমা তৈরির কথা বলে হিরো আলম ওই মহিলার কাছ থেকে প্রায় ১৫ লক্ষ টাকা ধার নেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন হিরো আলম। তাঁর বক্তব্য, তিনি ষড়যন্ত্রের শিকার।