Hemtabad | স্ত্রীর গোপনাঙ্গে রড ঢুকিয়ে খুনের চেষ্টা! গ্রেপ্তার স্বামী

Hemtabad | স্ত্রীর গোপনাঙ্গে রড ঢুকিয়ে খুনের চেষ্টা! গ্রেপ্তার স্বামী

খেলাধুলা/SPORTS
Spread the love


বিশ্বজিৎ সরকার, হেমতাবাদ: স্ত্রীকে গোপনাঙ্গে রড ঢুকিয়ে খুনের চেষ্টা। নগ্ন ছবি মোবাইল ফোনে তুলে ভাইরাল করে দেওয়ার হুমকি। সেই অপমান সহ্য করতে না পেরে অস্বাভাবিক মৃত্যু বধূর। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে হেমতাবাদ (Hemtabad) থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, ধৃতের বাড়ি ডালখোলা থানা এলাকায়। বছর তিনেক আগে তাঁর বিয়ে হয়। সম্প্রতি অভিযুক্ত স্বামী প্রতিবেশী এক তরুণীর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। সেই বিষয়টি স্ত্রী জানার পর তাঁর বাবার বাড়ির লোকেদের জানায়। অভিযোগ, তার আগেই স্ত্রীকে বেধড়ক মারধর দিয়ে গোপনাঙ্গে লোহার শিক ঢুকিয়ে খুনের চেষ্টা করে অভিযুক্ত স্বামী। স্ত্রীকে নগ্ন করে তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। মাথা ন্যাড়া করে দেওয়ার চেষ্টাও হয়।

অত্যাচার সহ্য করতে না পেরে কোনওক্রমে পালিয়ে হেমতাবাদে বাবার বাড়িতে আশ্রয় নেন ওই মহিলা। পরে ওই ভয়াবহ অপমানের জেরে পরিস্থিতি হাতের বাইরে যাওয়ায় জমিতে দেওয়ার কীটনাশক খান। অস্বাভাবিক মৃত্যু হয় ওই মহিলার। এদিন রায়গঞ্জ জেলা আদালত ক্যাম্পাসে মৃত গৃহবধূর বাবা জানান, চলতি মাসের ১ তারিখে পাঁচজনের বিরুদ্ধে হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। সোমবার দুপুরে ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন। রায়গঞ্জ সিজেএম কোর্টের সরকারি আইনজীবী নীলাদ্রি সরকার বলেন, ‘আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মূল অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি তিনজন পলাতক। বিচারক ধৃতকে জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন। স্ত্রীকে চরিত্রহীন অপবাদ দিয়ে গোপনাঙ্গে লোহার রড ঢুকিয়ে খুনের চেষ্টা করেছিল স্বামী। এখানেই শেষ নয়, নগ্ন করে মোবাইলে ছবি তুলে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। এরপর স্ত্রীর চুল কেটে মাথা ন্যাড়া করে দেওয়ার চেষ্টা করে। সেখান থেকে কোনওক্রমে পালিয়ে হেমতাবাদের বাড়িতে এসে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছিলেন বধূ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *