উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহাকুম্ভে পদপিষ্টের (Maha Kumbh Stampede 2025) ঘটনা দেখে আঁতকে উঠেছিল গোটা দেশ। প্রিয়জন হারানো পরিবারগুলিকে দেখে চোখের জল ফেলেছেন সকলেই। এতবড় বিপর্যয় নিছকই ‘সাধারণ ঘটনা!’ সবটা দেখানো হচ্ছে ‘অতিরঞ্জিত’ করে? এমনই মনে হয়েছে বিজেপি সাংসদ হেমা মালিনীর (Hema Malini)। তাঁর সেই মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
সম্প্রতি অখিলেশ যাদব (Akhilesh Yadav) বলেছিলেন মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় উত্তরপ্রদেশ সরকার মৃত্যুর আসল সংখ্যাটা লুকোচ্ছে। অখিলেশের এই মন্তব্যের পালটা জবাব দিয়ে গিয়ে মঙ্গলবার হেমা মালিনী বলেন, ‘অখিলেশ যাদবের কাজই হচ্ছে ভুল তথ্য দেওয়া। আমিও কুম্ভ ঘুরে এসেছি। যে ঘটনা ঘটেছে, সেটি খুব একটা বড়। অতিরঞ্জিত করে প্রচার করা হচ্ছে।’
এতটুকুতেই মথুরার বিজেপি সাংসদ থামেননি। তাঁর আরও সংযোজন, ‘খুব ভাল ভাবে এই মহাকুম্ভ আয়োজন করা হয়েছে। বিপুল সংখ্যায় পুণ্যার্থী আসছেন পুণ্যস্নানে। বিশাল সমারোহ মসৃণ ভাবে পরিচালনা করতে যা যা করার দরকার তা-ই করছে উত্তরপ্রদেশ সরকার।’
যদিও মহাকুম্ভের এই বিপর্যয় নিয়ে হেমাই প্রথম নয়, সম্প্রতি বিতর্কিত মন্তব্য করেছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর (Dhankar)। তিনিও বলেছিলেন, ‘সস্ত্রীক কুম্ভে পুণ্যস্নানে গিয়েছিলাম। দুর্ঘটনা কারও হাতে থাকে না। ঘটে যায়। কিন্তু কত তাড়াতাড়ি সেই পরিস্থিতি সামাল দেওয়া যায়, সেটাই বড় বিষয়। এই পরিস্থিতি দ্রুত সামাল দেওয়ার জন্য যোগী আদিত্যনাথকে ধন্যবাদ।’