উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের উত্তরাখণ্ডে হেলিকপ্টার দুর্ঘটনা (Uttarakhand)। এবার কেদারনাথ থেকে গুপ্তকাশী যাওয়ার পথে যাত্রী সহ ভেঙে পড়ল হেলিকপ্টার (Helicopter Crash)। সূত্রের খবর, কপ্টারটিতে পাইলট সহ মোট ৭ জন ছিলেন। এই দুর্ঘটনায় কপ্টারে থাকা ৭ জনেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, এদিন ভোর ৫টার পর যাত্রীদের নিয়ে কেদারনাথ ধাম (Kedarnath Dham) থেকে গুপ্তকাশীর (Guptkashi) উদ্দেশে যাচ্ছিল হেলিকপ্টারটি। কিন্তু মাঝপথেই নিয়ন্ত্রণ হারিয়ে গৌরীকুণ্ডের (Gaurikund) জঙ্গলে ভেঙে পড়ে সেটি। কপ্টারে থাকা যাত্রীদের মধ্যে একজন শিশুও ছিল বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণে পথ হারিয়ে ফেলেছিল কপ্টারটি। পরবর্তীতে সেটি ভেঙে পড়ে। ইতিমধ্যেই ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করেছে এনডিআরএফ ও এসডিআরএফ। কপ্টারে থাকা যাত্রীরা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে। স্থানীয়রা তাঁদের গবাদি পশুর জন্য জঙ্গলে পাতা সংগ্রহ করতে গিয়েই দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটিকে দেখতে পান। এরপরই খবর দেওয়া হয় পুলিশকে। এদিকে, এই দুর্ঘটনার পরই চারধামে হেলিকপ্টার পরিষেবা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্থগিত করা হয়েছে।
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘রুদ্রপ্রয়াগ জেলায় হেলিকপ্টার দুর্ঘটনার খবর অত্যন্ত দুঃখজনক। এসডিআরএফ, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকাজ চলছে। বাবা কেদারের কাছে সকল যাত্রীর নিরাপত্তা কামনা করছি।’
जनपद रुद्रप्रयाग में हेलीकॉप्टर के दुर्घटनाग्रस्त होने का अत्यंत दुःखद समाचार प्राप्त हुआ है। एसडीआरएफ, स्थानीय प्रशासन एवं अन्य रेस्क्यू दल राहत एवं बचाव कार्यों में जुटे हैं।
बाबा केदार से सभी यात्रियों के सकुशल होने की कामना करता हूँ।
— Pushkar Singh Dhami (@pushkardhami) June 15, 2025
প্রসঙ্গত, গত ২ মে থেকে কেদারনাথ যাত্রা শুরু হওয়ার পর থেকেই একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। এটি পঞ্চম দুর্ঘটনা। এর আগে গত কেদারনাথ যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির কারণে একটি হেলিকপ্টার উত্তরাখণ্ডের রাস্তায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়। ঘটনায় পাইলট সামান্য আহত হলেও কপ্টারে থাকা পুণ্যার্থীরা নিরাপদের বেরিয়ে এসেছিলেন। সেই ঘটনার কয়েকদিনের মাথায় ফের কপ্টার দুর্ঘটনা উত্তরাখণ্ডে।