গ্যাংটক : ফের ভারী তুষারপাত নাথু লায়। সোমগো থেকে নাথু লা এবং নিউ বাবা মন্দিরের রুট তুষারপাতের কারণে বর্তমানে অবরুদ্ধ হয়ে পড়েছে। স্থানীয় সূত্রের খবর, গতকাল রাত থেকেই তুষারপাত শুরু হয়েছে নাথু লায়। বুধলার সকালে প্রশাসনের তরফে বরফের চাদর সরিয়ে রাস্তা পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। পর্যটকদের গাড়ি অন্য রুটে চালানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী তাঁদের ট্যুর প্ল্যান করতে বলা হয়েছে। ভারী তুষারপাতের জেরে নাথু লা রুট ব্যাহত হলেও তিন মাইল থেকে সোমগো লেক পর্যন্ত রাস্তা পরিষ্কার রয়েছে।