উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বড়বাজারে মেছুয়ার ফলপট্টির এক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪ জনের মৃত্যু হল। মৃতের তালিকায় রয়েছে দুই শিশুও। জানা গেছে, মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের পরই আনন্দ পাসোয়ান নামে এক জন আগুন থেকে নিজেকে বাঁচাতে উপর থেকে ঝাঁপ দেন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এরপর হোটেলের ঘর থেকে উদ্ধার হয় ১৩ জনের দেহ। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়ায় ১৪ এদের মধ্যে ২ জন শিশু, একজন মহিলা এবং ১১ জন পুরুষ। এদের মধ্যে আটজনের পরিচয় জানা গেছে। তবে আরও একজনের মৃত্যু হয়েছে বলে অসমর্থিত সূত্রে জানা গেছে। ঘটনার তদন্তে সিট গঠন করেছে পুলিশ। মঙ্গলবার রাতেই ঘটনাস্থল পরিদর্শনে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, “কীভাবে এই ঘটনা ঘটল, তা দমকল ও পুলিশ খতিয়ে দেখবে। এফআইআর হবে। ঘটনার তদন্ত হবে।”