শিলিগুড়িঃ শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে পুলিশের হাতে ধরা পড়ল এক দুষ্কৃতী। শুক্রবার রাতে গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ভারতনগরের জোরাপানি এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং। অভিযান চালিয়ে সেখান থেকে সন্দেহভাজন এক যুবককে আটক করে পুলিশ। ধৃতের হেপাজত থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড কার্তুজ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম রাজা দাস। সে দেশবন্ধুপাড়ার নিজবাড়ি এলাকার বাসিন্দারা। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, বিহার থেকে এনে শিলিগুড়িতে মোটা টাকায় বিক্রির পরিকল্পনা করেছিল। ধৃত যুবক কোথা থেকে আগ্নেয়াস্ত্র এনে কাকে বিক্রির পরিকল্পনা করেছিল সেটা খতিয়ে দেখছে। এর আগেও বিভিন্ন অপরাধ মূলক কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তার হয়েছিল রাজা।