খড়িবাড়ি: ভারত-নেপাল সীমান্তের পানিট্যাংকি সবজি বাজারে (Panitanki Bazar) একটি দোকানে অগ্নিকাণ্ড (Hearth)। রবিবার গভীর রাতে ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বড়সড়ো ক্ষতির হাত থেকে রক্ষা পেল সবজি বাজার এলাকা।
গতকাল গভীর রাতে স্থানীয় রঞ্জিত মাহাতো নামে এক ব্যক্তির সবজি দোকানে আগুন দেখতে পান স্থানীয়রা। তাঁরাই প্রথমে আগুন নেভানোর কাজে এগিয়ে আসেন। দোকান মালিককে ফোন করা হলে তিনিও ছুটে যান এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ির পানিট্যাংকি ফাঁড়ির পুলিশ (Police) ও নকশালবাড়ি দমকলের একটি ইঞ্জিন। দমকলকর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।