লন্ডন: পরের আন্তর্জাতিক উইন্ডো জুনের ২ থেকে ১০ তারিখ। এদিকে প্রিমিয়ার লিগ সহ ইউরোপের বাকি বড় লিগগুলি শেষ হতে মে মাসের শেষ সপ্তাহ। ৩১ মে আবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। এদিকে ১৫ জুন শুরু ফিফা ক্লাব বিশ্বকাপ। সবমিলিয়ে ঠাসা সূচি। মরশুম শেষেও ফুটবলারদের দম ফেলার সুযোগ নেই। পরিস্থিতি নিজের মতো করেই সামাল দিতে চাইছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন।
কেন বলেছেন, ‘আমি ফুটবল খেলতে ভালোবাসি। তাই খেলা নিয়ে আমি কখনোই অভিযোগ করব না। আসলে সকলেই তো খেতাব জিততে চায়।’ ইংলিশ অধিনায়ক মনে করছেন, ‘ফুটবলারদের বিশ্রামের সুযোগ রয়েছে। তবে সবটাই পরিকল্পনার ওপর নির্ভর করছে। এটা ক্লাব, কোচ সকলকেই দেখতে হবে। সূচিতেও ভারসাম্য আনা দরকার।’
এদিকে, ইংল্যান্ডের জাতীয় দল আবার ম্যাচ খেলবে জুন মাসে। দলের কোচ টমাস টুচেল তা নিয়ে বেশ উদ্বিগ্ন। বলেছেন, ‘ফুটবলাররা কতগুলি ম্যাচ খেলল তা নিয়ে আমি চিন্তিত নই। আমি উদ্বিগ্ন এটা ভেবে যে ওরা কোনওসময়ই তিন থেকে চার সপ্তাহের পূর্ণ বিরতি পাবে না। ন্যূনতম তিন থেকে সাড়ে তিন সপ্তাহের জন্য বিশ্রাম দেওয়া উচিত।’ ফিফাকে এবিষয় ভাবনাচিন্তার অনুরোধও জানিয়েছেন টুচেল।