সৌরভ কুমার মিশ্র, হরিশ্চন্দ্রপুর: চলতি সপ্তাহেই বাংলা-বিহার সীমানার হরিশ্চন্দ্রপুরে গোবরা হাটে হাতুড়েদের হাতে বিভিন্ন অস্ত্রোপচারের খবর প্রকাশ্যে এনেছিল উত্তরবঙ্গ সংবাদ। এবার এই হাতুড়েদের চিকিৎসা ঘিরে আরও গুরুতর অভিযোগ সামনে চলে এল।
অভিযোগ, এনামুল হক নামে এক হাতুড়ের কাছে পাইলসের অপারেশন করিয়ে ক্যানসারে আক্রান্ত হয়ে পড়েছেন এক তরুণ। ওই তরুণের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার করিয়ালির সোনাপুর গ্রামে। তরুণের পরিবারের দাবি, এনামুল হক নামে ওই চিকিৎসক নিজেকে এমবিবিএস বলে পরিচয় দিতেন। তার কাছেই চিকিত্সা করাতে গিয়েছিলেন ওই তরুণ। এনামুল বলে তার পাইলসের সমস্যা হয়েছে। অস্ত্রপচার করতে হবে। এরপর নিজেই কোনও রকম পরিকাঠামো ছাড়াই তার অস্ত্রোপচার করে দেন। অস্ত্রোপচারের পর ক্রমেই শারীরিক অবস্থার অবণতি হতে থাকে ওই তরুণের। সুস্থ করে তুলতে তাকে প্রথমে কাটিহার নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতায় রেফার করে দেওয়া হয়।
কলকাতায় পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়ে দেন, ভুল অস্ত্রোপচারের জন্য ইনফেকশন থেকে তার ক্যানসার হয়ে গেছে। উন্নত চিকিত্সার জন্য এরপর ওই তরুণকে মুম্বই নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসার পরও সে আজও সুস্থ হয়নি। মাত্র মাস ছয়েক আগে বিয়ে হয়েছিল ওই তরুণের। এখন অসহায় অবস্থায় তার মৃত্যুর দিন গুনছে পরিবার। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি ভুয়ো চিকিৎসকের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে। প্রশাসনের তরফে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।