হরিশ্চন্দ্রপুর: বহুদিন ধরেই এলাকায় রমরমিয়ে মাদকের কারবার চালিয়ে যাচ্ছিলেন দম্পতি। ফলে ক্রমশ মাদকাসক্ত হয়ে পড়ছে এলাকার যুব সমাজ। বাড়ছে চুরি। নিরাপত্তাহীনতায় ভুগছে মহিলারা। সোমবার রাতে মাদক বিক্রির অভিযোগে অভিযুক্ত দম্পতিকে বেধড়ক পিটিয়ে পুলিশের হাতে তুলে দিল এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার বাইসা এলাকায়। এই ঘটনায় পুলিশ মাদক ব্যবসায়ী সহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, গত ৪-৫ বছর ধরে বাইসা এলাকায় মাদকের রমরমা কারবার চালিয়ে আসছিলেন স্থানীয় দম্পতি হাবিবুর এবং রহিমা বিবি। মুদিখানার ব্যবসা রয়েছে তাঁদের। অভিযোগ, এই দোকানের আড়ালেই মাদকের কারবার চালাচ্ছিলেন হাবিবুর ও তাঁর স্ত্রী রহিমা। গতকাল সন্ধ্যায় স্থানীয়রা হাবিবুরকে মাদকের কারবার বন্ধ করতে বলেন। সেই সময় হাবিবুর স্থানীয়দের সঙ্গে দুর্ব্যবহার করার পাশাপাশি মারতে উদ্যত হয় বলে অভিযোগ। সেই সময়ই ক্ষিপ্ত জনতা হাবিবুর কে বেধড়ক মারধর করে। তার দোকানের শাটার ভাঙতে উদ্যত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তারা হাবিবুর সহ আরও দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। বিক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষ। তাদের দাবি এই কারবার বন্ধ করতে হবে।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, হাবিবুর এবং রহিমা বিবি দীর্ঘ চার বছর ধরে দোকানের আড়ালে ড্রাগসের কারবার চালাচ্ছেন। গভীর রাত পর্যন্ত চলে ব্যবসা। বিপথে যাচ্ছে যুবসমাজ। বাড়িতে শান্তিতে থাকতে পারছেন না এলাকার মহিলারা। বাড়ির গবাদি পশু, সাবমারসিবল পাম্প থেকে শুরু করে বিভিন্ন জিনিস চুরির ঘটনা ঘটছে।
দীর্ঘ চার বছর পুলিশের চোখ এড়িয়ে কীভাবে রমরমিয়ে মাদকের এই কারবার চলছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে।