Harishchandrapur | ইভটিজিংয়ের জেরে রণক্ষেত্র হরিশ্চন্দ্রপুরের গ্রাম! আক্রান্ত পুলিশ

Harishchandrapur | ইভটিজিংয়ের জেরে রণক্ষেত্র হরিশ্চন্দ্রপুরের গ্রাম! আক্রান্ত পুলিশ

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


হরিশ্চন্দ্রপুর: ফের আক্রান্ত পুলিশ। এবার মালদার হরিশ্চন্দ্রপুরের দু’নম্বর ব্লকের নব নির্মিত ৩১ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন একটি গ্রামে পুলিশকে আটকে রেখে বাঁশ লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। জখম হয়েছেন হরিশ্চন্দ্রপুর থানার দুই সাব ইন্সপেক্টর শঙ্কর রজক এবং নিত্যানন্দ সাহা, এছাড়াও আইসি মনোজিৎ সরকার এবং থানার মহিলা পুরুষ সিভিক ভলেন্টিয়াররাও কমবেশি আহত হয়েছেন।

ঘটনার সূত্রপাত সোমবার দুপুরে। স্থানীয় একটি মেয়েকে ইভটিজিংয়ের অভিযোগ ওঠে এলাকার এক তরুণের বিরুদ্ধে। সঙ্গে সঙ্গেই তাঁকে আটকে রেখে গ্রামে সালিশি সভা বসায় মাতব্বররা। অভিযোগ, সালিশি সভায় ওই তরুণের শাস্তিরও নিদান দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এলাকায় গিয়ে ওই তরুণকে তাদের হাতে তুলে দিতে বলে গ্রামবাসীদের। কিন্তু তা না করে গ্রামবাসীদের একাংশ পুলিশের উপর বাঁশ-লাঠি নিয়ে চড়াও হয়। বেধড়ক মারধর করা হয় পুলিশকর্মীদের। পরে এলাকায় বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় গ্রেপ্তার হয়েছে ৫ গ্রামবাসী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *