হরিহরপাড়া: পরিবারের মুখে দু’মুঠো অন্ন তুলে দেওয়ার জন্য ভিন রাজ্যে কাজে গিয়ে করুণ পরিণতি হল পরিযায়ী শ্রমিকের। ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা না থাকায় নির্নীয়মান বহুতলের উপর ঢালাইয়ের কাজ করার সময় বিদ্যুতের তার মাথায় স্পর্শ হতেই মর্মান্তিকভাবে মৃত্যু হল মুর্শিদাবাদের বহরমপুর মহকুমার অন্তর্গত হরিহরপাড়া (Hariharpara) লাগোয়া এলাকার পরিযায়ী শ্রমিকের (Migrant employee)। মৃতের নাম মমিন শেখ (২৬)। শনিবার পুলিশের পক্ষ থেকে মমিনের পরিবারের কাছে মৃত্যু সংবাদ পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাস কয়েক আগে চেন্নাইয়ে রাজমিস্ত্রীর কাজে গিয়েছিল মমিন শেখ। তাঁর দুই ভাইও সেখানেই কাজ করে। লোহার রড বাঁধার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মোমিন শেখকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকেরা। ছেলের মৃত্যু সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিযায়ী শ্রমিকের মা। তিন ছেলেই ভিন রাজ্যে কাজ করে। বড় ছেলের অকাল মৃত্যুতে শোকে পাথর হয়ে গিয়েছেন সন্তানহারা মা।
এদিকে শোকার্ত পরিবারের পাশে দাঁড়াতে এবং দেহ ফিরিয়ে আনতে এদিন গ্রামে ঘুরে ঘুরে চাঁদা সংগ্রহ করেন মমিনের বন্ধু-বান্ধব থেকে শুরু করে গ্রামবাসীরা। মমিনের বন্ধু হাসানুজ্জামান মন্ডল বলেন, ‘আমাদের কাছের বন্ধু এইভাবে যে চলে যাবে তা আমরা ভাবতেও পারিনি। ওদের আর্থিক অবস্থা এতটাই শোচনীয় যে চেন্নাই থেকে সড়কপথে দেহ বাড়িতে নিয়ে আসার মতো সামর্থ্য নেই। তাই আমরা চাঁদা সংগ্রহ করছি।’
পাশাপাশি, গ্রামের আরও এক ব্যক্তি বলেন, ‘পুরো পরিবারটা একেবারে ভেসে গেল। মমিনকে ছাড়া কীভাবে সংসার চলবে ভেবেই পাচ্ছি না।’