উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ হানিয়া আমির, পাকিস্তানের এই লাস্যময়ী অভিনেত্রীর অনুরাগীরা রয়েছেন ভারতেও। তবে বর্তমানে ভারতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট। শুধু তাঁরই নয়, এর পাশাপাশি আরও বেশ কিছু পাক সেলিব্রেটির সমাজমাধ্যম আকাউন্ট ব্লক করা হয়েছে, নেপথ্যে পহেলগাঁও কাণ্ডের জের। আর এই আবহেই হানিয়া ক্ষোভ উগরে দিলেন পাক সেনাবাহিনীর বিরুদ্ধে! সাহায্য চাইলেন মোদির!
জানা গিয়েছে, সম্প্রতি সমাজমাধ্যমে হানিয়ার নামাঙ্কিত একটি পেজ থেকে একটি বিতর্কিত পোস্ট করা হয়। সেখানে লেখা ছিল, ‘কাশ্মীরে যে কাণ্ড পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ঘটিয়েছেন, তার জন্য পাকিস্তানের গোটা বিনোদন জগতে প্রভাব পড়েছে। ভারতে পাকিস্তানি শিল্পীদের সমাজমাধ্যমও নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।’ পোস্টটিতে আরও লেখা হয়, ‘আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অনুরোধ করছি, আমরা পাকিস্তানের সাধারণ মানুষ, আমরা ভারতীয়দের কোনও ক্ষতি করিনি। কিছু জঙ্গি ও পাকিস্তানি সেনা রয়েছেন কাশ্মীরের ঘটনার নেপথ্যে। যা পদক্ষেপ করার তা জঙ্গি ও পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে করুন। এখনাকার সাধারণ মানুষকে ছেড়ে দিন।’ আর এরপরেই এই পোস্টটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পাকিস্তান জুড়ে। যদিও পরে জানা যায় যে, অ্যাকাউন্টটি একটি ফেক অ্যাকাউন্ট।