হলদিবাড়ি: বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা অবমাননার অভিযোগ উঠল হলদিবাড়ি ব্লক প্রশাসনের নির্বাচনি সেলের বিরুদ্ধে। বিরোধী সহ শাসকদলের পাতাকাও রয়েছে সেই তালিকায়। সরকারি কর্মীদের এমন কাণ্ডে ক্ষুব্ধ রাজনৈতিক দলগুলি।
নির্বাচনি সেলের দায়িত্বপ্রাপ্ত ওসির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি হলদিবাড়ি ব্লক থেকে তার বদলির দাবিতে সরব হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। যদিও এই বিষয়ে সংবাদমাধ্যমে কিছুই জানাতে চাননি নির্বাচনি সেলের ওসি বিবেক দোরজি। ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই বলব না।’ তারপরই তিনি ফোনটি কেটে দেন।
মঙ্গলবার বিডিও অফিসের স্কিল ডেভেলপমেন্ট মিটিং হলের পাশে একটি পুকুর পাড়ে বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা পড়ে থাকতে দেখা যায়। অন্য আবর্জনার সঙ্গে পড়ে রয়েছে তৃণমূল, বিজেপি, সিপিএম, ফরওয়ার্ড ব্লক সহ অন্য রাজনৈতিক দলের পতাকা। সেগুলি ছড়িয়ে পড়েছে আশপাশে, যা মাড়িয়ে চলেছেন বিডিও অফিসে আসা মানুষজন।
সম্প্রতি ব্লক প্রশাসনের উদ্যোগে ওই হল ঘরে শান্তি কমিটি ও ইদ উপলক্ষ্যে প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে গিয়ে বিষয়টি নজরে আসে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের। দলীয় পতাকার এমনভাবে অবমাননা মানতে পারেননি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। নির্বাচনি কর্মীদের নৈতিক বোধ নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।
তৃণমূলের কর্মী সংগঠন আইএনটিটিইউসি’র হলদিবাড়ি ব্লক কমিটির সভাপতি রাজেশ সরকার ক্ষোভের সঙ্গে বলেন, ‘প্রতিটি রাজনৈতিক দলের কাছে তাদের নিজস্ব পতাকা আবেগ ও ভালোবাসার। প্রশাসনের আধিকারিকরা সেই আবেগীয় ভালোবাসাকে এভাবে অমর্যাদা করতে পারেন না।’
ভোটের সময় নির্বাচন কমিশনের তরফে বুথ সংলগ্ন এলাকা থেকে রাজনৈতিক দলের পতাকা খুলে অফিসে নিয়ে আসা হয়। তারপর সেই পতাকাগুলিকে এমন অযত্নে ফেলে দেওয়া হয়েছে বলে রাজনৈতিক দলের কর্মীরা অভিযোগ করছেন।
বিজেপির হলদিবাড়ি টাউন মণ্ডল কমিটির সভাপতি প্রদীপ সরকারের বক্তব্য, ‘বিভিন্ন রাজনৈতিক দলের পতাকাকে সম্মান জানানো প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। প্রশাসনিক কর্মীদেরও গুরুত্ব দেওয়া উচিত। এমন গর্হিত কাজের সঙ্গে যে বা যাঁরা যুক্ত তাঁদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হোক।’
বিশেষ সূত্রে খবর, ওই ব্লকের নির্বাচনি ওসি নিজের সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করেন না। এমনকি তাঁর বিরুদ্ধে নির্বাচনের খরচের হিসেবেও বেনিয়ম করার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে তদন্ত করে শাস্তির দাবি জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। এবিষয়ে বিবেককে কল করা হলে তিনি কোনওকিছু জানেন না বলে ফোন কেটে দেন।
ফরওয়ার্ড ব্লকের হলদিবাড়ি লোকাল কমিটির সভাপতি ইন্দ্রজিৎ সিনহার কথায়, ওই সব পতাকাগুলিকে এভাবে ফেলে রেখে নির্বাচনি বিধি অবমাননা করেছেন ওই আধিকারিক। তাঁর বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি।’