হলদিবাড়ি: ক্রীড়াজগতে ফের হলদিবাড়ির নাম উজ্জ্বল হল। কলকাতার যুবভারতী স্টেডিয়াম ও সল্টলেকের সাই গ্রাউন্ডে গত শনিবার ও রবিবার ৭৩তম রাজ্য মিটে কৃতিত্ব দেখিয়েছে হলদিবাড়ির (Haldibari) তিনজন। এদের মধ্যে মাছ বিক্রেতার মেয়ে প্রিয়া বিশ্বাস অনূর্ধ্ব-১৬ মেয়েদের বিভাগে লংজাম্পে সোনা জিতেছে। হলদিবাড়ির এই উঠতি প্রতিভাবান অ্যাথলিট পেন্টাথলন ইভেন্টেও ব্রোঞ্জপদক জিতেছে।
প্রিয়ার পাশাপাশি অনূর্ধ্ব-১৬ ছেলেদের বিভাগে লংজাম্পে রুপোর পদক জিতেছে হলদিবাড়ির শচীন রায়। অনূর্ধ্ব-১৬ ছেলেদের হাইজাম্পে অংশ নিয়ে ব্রোঞ্জের পদক জিতেছে হলদিবাড়ির আরেক অ্যাথলিট নয়নদীপ রায়। হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিশ্বাসপাড়ার বাসিন্দা প্রিয়া। বাবা গোপাল বিশ্বাস পেশায় ক্ষুদ্র মাছ বিক্রেতা। বাংলাদেশ সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রামীণ এলাকার কোচিং সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে জলপাইগুড়ি জেলার হয়ে রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নিয়েছিল প্রিয়া। কোচিং সেন্টারের তরফে প্রসেনজিৎ দত্ত ও বিপ্লবচন্দ্র রায় জানান, গত কয়েক বছর ধরে এই কোচিং ক্যাম্পের অ্যাথলিটরা রাজ্য ও জাতীয় স্তরের প্রতিযোগিতায় ভালো ফল করেছে।