উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাইরের ধুলোময়লা থেকে চুল বাঁচাতে শ্যাম্প করছেন। কিন্তু একদিন পরই চুলে সেই তৈলাক্তভাব ফিরে আসছে? এক্ষেত্রে ভিজে চুল ঠিকমতো না শুকোলে এই সমস্যা হতে পারে (Hair Care)। মাথার ত্বকে ঘাম বসেও চুল তেলতেলে হয়ে যেতে পারে। তবে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন?
১. শ্যাম্পু করার পর কন্ডিশনার মাখতে হবে। নাহলে চুল রুক্ষ হয়ে যাবে। তবে কন্ডিশনার মাখারও নিয়ম আছে। চুলের দৈর্ঘ্য ছেড়ে তা যদি মাথার ত্বকে মাখতে যান, তাহলে সমস্যা হবে। মাথার ত্বক তেলতেলে হয়ে যাবে। তাই শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করলেও চুল ভালো করে ধুয়ে নিতে হবে।
২. আঁচড়ানোর সময়ে মাথার ত্বক কিংবা চুলের মধ্যে থাকা খুশকি, তেলতেলে পদার্থ চিরুনিতে আটকে যায়। আর পরিষ্কার চুলে ওই চিরুনি ব্যবহার করলে মাথার ত্বক তেলতেলে হবেই। তাই সপ্তাহে একবার হলেও চিরুনি পরিষ্কার করতে হবে।
৩. চুল তেলতেলে হয়ে যায় বলে রোজ শ্যাম্পু ভুলেও করবেন না। তাতে স্ক্যাল্পের নিজস্ব তেল ধুয়ে যায়। যাঁদের রোজ বাইরে যেতে হয় তাঁরা সপ্তাহে একদিন অন্তর শ্যাম্পু করলেই ভালো।