উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পুজোয় দিনভর ঘোরাফেরা করে চুলের দফারফা শেষ? পোশাকের সঙ্গে চুলের ওপরও নানানরকম কায়দায় কেশসজ্জা করে অবস্থা শেষ। রুক্ষ হয়ে যাওয়া চুল আবার মসৃন করে তুলতে পার্লারে না ছুটে ঘরোয়া পদ্ধতিতে কেশচর্চা(Hair care) করে নিতে পারেন। জেনে নিন কোন উপায়ে করবেন
টক দইয়ের ব্যবহার
এক কাপ টক দইয়ের সাথে মেথি গুঁড়ো এবং লেবুর রস, ডিম এবং অলিভ অয়েল বা আমন্ড অয়েল মিশিয়ে প্যাক তৈরি করে চুলে লাগিয়ে ৪০-৪৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এতেও চুল নরম ও জেল্লাদার হয়ে উঠবে।
অ্যালোভেরা ও ডিম
একটি পাত্রে ডিমের কুসুম, দু’চামচ অ্যালো ভেরা ও তার সঙ্গে এক চামচ অলিভ অয়েল নিয়ে ভাল করে মিশিয়ে নিন। প্যাকটি চুলে মেখে আধ ঘণ্টা পর চুল ভাল করে ধুয়ে শ্যাম্পু করে নিন। চুলের স্বাভাবিক বৃদ্ধি ও চুল পড়া রোধ করতে এই প্যাক বিশেষ কার্যকর।
মধু এবং অলিভ অয়েল
চুলের গোড়া ফেটে গেলে এবং চুল পড়া বেড়ে গেলে এই প্যাক খুব সাহায্য করে। দু’চামচ অলিভ অয়েলের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে নিন। বেশ ভাল ভাবে ফেটিয়ে নেবেন মিশ্রণটি। তার পর মাথায় মেখে আধ ঘণ্টা রেখে দিন। শ্যাম্পু করার পরেই বুঝতে পারবেন আগের চেয়ে কোমল হয়েছে চুল। সপ্তাহে তিন বার করে এই প্যাক(Hair care) ব্যবহার করুন।