উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাইরের ধুলো, ধোঁয়ায় নিষ্প্রাণ হয়ে পড়ে চুল। এছাড়াও খুশকির সমস্যা তো আছেই। অনেকে চুলের জেল্লা ফেরাতে পার্লারের ভরসায় থাকেন। কিন্তু ঘরোয়া উপাদানেই ফিরতে পারে চুলের জেল্লা (Hair Care)। এর জন্য মধুর সঙ্গে মেশাতে হবে ৩ রকমের তেল।
মধুর সঙ্গে আমন্ড অয়েল
২ চামচ মধুর সঙ্গে ৩ চা চামচ আমন্ড অয়েল মিশিয়ে নিন। এই তেল সপ্তাহে ২-৩ দিন মাথার তালু ও চুলে মালিশ করলে, চুলের গোড়া মজবুত হবে। চুল পড়াও বন্ধ হবে।
মধুর সঙ্গে নারকেল তেল
২ চামচ মধুর সঙ্গে ১ চামচ নারকেল তেল মিশিয়ে নিন। এই মিশ্রণ ভালো করে চুলে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। তারপর উষ্ণ জলে চুল ধুয়ে নিন। এর ফলে চুলের গোড়া মজবুত হবে এবং চুল পড়া বন্ধ হবে।
মধুর সঙ্গে ক্যাস্টর অয়েল
২ চামচ মধুর সঙ্গে ১ চামচ ক্যাস্টর অয়েল মিশিয়ে চুলে ভালো করে মালিশ করুন। ৩০ মিনিট রেখে উষ্ণ জলে চুল ধুয়ে ফেলুন। চুলের যাবতীয় সমস্যা দূর করতে পারে ক্যাস্টর অয়েল।