উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এইচ-১বি ভিসার (H-1B Visa) ফি বাড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার তিনি একটি নতুন নির্দেশনামায় স্বাক্ষর করেছেন। সেই নির্দেশনামা অনুযায়ী, দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ করতে মার্কিন সংস্থাগুলোকে এখন থেকে বছরে ১ লক্ষ মার্কিন ডলার (প্রায় ৮৮ লক্ষ টাকা) ফি দিতে হবে। ট্রাম্পের এই ঘোষণার পরই চিন্তায় পড়ে গিয়েছিলেন বিদেশি কর্মীরা, বিশেষত ভারতীয়রা। কারণ এইচ-১বি ভিসাধারীদের ভারতীয় কর্মীরাই। তবে ট্রাম্পের নতুন ভিসানীতি সমস্ত বিভ্রান্তি দূর করল হোয়াইট হাউস। জানানো হয়েছে যে, এইচ-১বি ভিসার এই বর্ধিত ফি শুধুমাত্র নতুন আবেদনকারীদের জন্য। বর্তমানে এইচ-১বি ভিসাধারীদের জন্য এই মূল্য প্রযোজ্য নয়।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বিষয়টি স্পষ্ট করেছেন। তিনি বলেন, ‘এটি কোনও বার্ষিক ফি নয়। এটি এককালীন ফি, যা কেবল নতুন ভিসা আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে। বর্তমানে যেসব এইচ-১বি ভিসাধারীরা বাইরে রয়েছেন তাঁদের আমেরিকার প্রবেশের জন্য চড়া মূল্য দিতে হবে না। তাঁরা স্বাভাবিকভাবেই দেশ ছেড়ে যেতে এবং পুনরায় প্রবেশ করতে পারবেন। ভিসা পুনর্নবীকরণের জন্যও বাড়তি মূল্য দেওয়ার প্রয়োজন নেই।’ যারা ২১ সেপ্টেম্বরের আগে ভিসার জন্য আবেদন করেছেন তাঁদেরও এই বর্ধিত ফি দিতে হবে না। তবে ২১ সেপ্টেম্বর বা তারপর ভিসার জন্য আবেদন করলেই দিতে হবে এই বর্ধিত ফি।
বিস্তারিত আসছে…