H-1B visa | এইচ-১বি ভিসার নিয়ম বদলাচ্ছে, গ্রিন কার্ডেও

H-1B visa | এইচ-১বি ভিসার নিয়ম বদলাচ্ছে, গ্রিন কার্ডেও

খেলাধুলা/SPORTS
Spread the love


ওয়াশিংটন: মার্কিন কর্মীদের অগ্রাধিকার দিতে ও দুর্নীতি রোধে এইচ-১বি ভিসা (H-1B visa) ও গ্রিন কার্ড (Green Card) পাওয়ার নিয়মে বড়সড়ো পরিবর্তন আনতে চলেছে ট্রাম্প সরকার (Trump Govt)। গোল্ড কার্ড আনার কথা ভাবা হচ্ছে।

মার্কিন বাণিজ্যসচিব (US Secretary of Commerce) হাওয়ার্ড লুটনিক এই তথ্য দিয়ে জানিয়েছেন, এইচ-১বি ভিসা পাওয়ার বর্তমান পদ্ধতি ত্রুটিপূর্ণ। সংশ্লিষ্ট পদ্ধতিকে ‘প্রতারণামূলক’ বলে অভিহিত করে অনলাইন পোস্টে লুটনিক বলেছেন, ‘বর্তমানে এইচ-১বি ভিসা পাওয়ার যে পদ্ধতি চালু রয়েছে, তা আমেরিকায় মার্কিন কর্মীদের চাকরির সুযোগ কেড়ে নিচ্ছে। এবার কর্মক্ষেত্রে মার্কিন কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে।’

ভিসা পাওয়ার নিয়মে পরিবর্তন করা হলে তা বড় ধরনের প্রভাব ফেলবে আমেরিকায় বসবাসরত ভারতীয় কর্মী ও শিক্ষার্থীদের ওপর। এইচ-১বি ভিসা ও গ্রিন কার্ড পাওয়ার পদ্ধতির পরিবর্তনের লক্ষ্যে যে টিম গড়া হয়েছে, তাতে লুটনিক আছেন। লুটনিকের কথায়, ‘গড় হিসেবে মার্কিনরা বছরে ৭৫ হাজার ডলার আয় করেন। গ্রিন কার্ডধারীদের আয় ৬৬ হাজার ডলার। কেন এমন হচ্ছে? গোল্ড কার্ড আনার কথা ভাবা হচ্ছে। আমরা আমাদের দেশের জন্য সেরা লোক বাছাই করা শুরু করতে যাচ্ছি।’

২০ মার্চ থেকে ফরেন লেবার অ্যাকসেস গেটওয়ে (এফএলএজি) পুরোনো সমস্ত ভিসার আবেদন বাতিল করে দিয়েছে। আমেরিকায় কর্মসূত্রে বিদেশিরা পান এইচ-১ বি ভিসা। গ্রিন কার্ড হল মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের ছাড়পত্র।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *