গুয়াহাটি: মহিলাদের বিশ্বকাপ উদ্বোধনে প্রয়াত সংগীতশিল্পী জুবিন গর্গকে শ্রদ্ধা জানাতে বিশেষ পরিকল্পনা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের। ৩০ সেপ্টেম্বর মহিলাদের একদিনের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিকেট বিশ্বের সামনে অসমের প্রয়াত সংগীতশিল্পী জুবিনের কাজ তুলে ধরার পরিকল্পনা রয়েছে বোর্ডের। বিসিসিআই ও অসম ক্রিকেট সংস্থার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে চলা অনুষ্ঠানে শ্রেয়া ঘোষালও জুবিনের স্মৃতিতে গান পরিবেশন করবেন বলে জানা গিয়েছে।